আজকাল ওয়েবডেস্ক:যেন বাইকের মেলা! একলপ্তে ২৯টি বাইক উদ্ধার করল ধূপগুড়ি থানার পুলিশ। সেইসঙ্গে ধরা পড়ল উত্তরবঙ্গের এক বড়সড় বাইক চুরি চক্র। ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার খান্ডবলে উমেশ গণপত। বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ জুড়ে চুরি হচ্ছিল একের পর এক বাইক। পরপর চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বাইক মালিকরা। 

 

 

বেশ কয়েকটি অভিযোগও জমা পড়ে ধূপগুড়ি থানায়। তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে সন্ধান পায় আরও কয়েকজনের। পুলিশের জালে ধরা পড়ে মোট সাতজন। ধৃতদের জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে এরা মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি থেকে বাইক চুরি করেছিল। ধৃতরা সকলেই মাথাভাঙার বাসিন্দা। 

 

 

পুলিশের একটি সূত্র জানায়, চুরি যাওয়া বাইকের রঙ পাল্টে নম্বর প্লেট পরিবর্তন করে সেই বাইকগুলি বাজার থেকে কমদামে চোরেরা বিক্রি করে দিত। চোরাপথে পাচার করা হত অন্য জায়গাতেও। চক্রের মাথাকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে ওই সূত্রটি জানিয়েছে।