আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সরণ সিংয়ের অস্বস্তি বজায় রইল। ব্রিজভূষণের আইনজীবীকে একটি নোট দিতে বলেছেন। সেখানে সমস্ত বিষয়টি নিয়ে ব্রিজভূষণের বক্তব্য ফের একবার জানাতে বলা হয়েছে। যে ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে তাতে এত সহজে তাঁর জামিন হবে বলে মনে করছে না সকলে।

 

তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির যে অভিযোগ উঠেছে তার থেকে এত সহজে জামিন হবে না বলেই মনে করছেন তাঁর আইনজীবী। যদিও ব্রিজভূষণ সমস্ত অভিযোগকে চ্যালেঞ্জ করেছে। মহিলা কুস্তিগীররা যে অভিযোগ দায়ের করেছে তার মিথ্যা বলেও দাবি করেছেন ব্রিজভূষণ। এই মামলায় নিরপেক্ষ তদন্ত হচ্ছে না বলেও দাবি করেছেন ব্রিজভূষণ। যারা তাঁর বিরুদ্ধে অভিযোগ করছেন তাঁরা ব্যক্তিগত আক্রোশ মেটাতে এই কাজ করছেন বলে দাবি করেছেন তাঁর আইনজীবী।

 

প্রসঙ্গত, ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি থাকার সময় ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করেন মহিলা কুস্তিগীররা। ঘটনার জেরে দিল্লিতে তীব্র হয় বিক্ষোভ। আসরে নামেন দেশের প্রথম সারির কুস্তিগীররা। গোন্ডার ছয়বারের সাংসদ এরপর প্রবল চাপে পড়েন। লোকসভা ভোটে তাঁকে আর টিকিট দেওয়া হয়নি। ছয় মহিলা কুস্তিগীর তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। তাঁকে এরপর নিজের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। মামলার জেরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।