আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডের মধ্যে এবার যৌন নির্যাতনের শিকার এক আয়া। অভিযোগ এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত বিজেপি নেতাকে বেধড়ক মারধর করেন ক্ষিপ্ত জনতা। অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। নাটাগর এলাকায় এক আয়াকে বাড়িতে আটকে রেখে, তাঁকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এলাকার বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে। টালিগঞ্জের ওই মহিলাকে বাড়িতে আয়ার কাজ করানোর জন্য নিয়ে আসেন বিজেপি নেতা। আর বাড়িতে নিয়ে এসে তারপর থেকে সারারাত ধরে চলে যৌন নির্যাতন। 

 

ভোরবেলা মেয়েটি কোনওমতে বাড়ি থেকে পালিয়ে এলাকার মানুষকে বিষয়টি জানান। তারপর এলাকার মানুষ হাতেনাতে ধরে ফেলে বিজেপি নেতাকে। বিজেপি নেতা এলাকাবাসীর কাছ থেকে পালানোর চেষ্টা করলে, রাস্তায় ফেলে ব্যাপক মারধর করেন তাঁকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ঘোলা থানার পুলিশ।