অতীশ সেন,ডুয়ার্স : মানুষের তাড়া খেয়ে পালানোর পথে অপ্রাপ্তবয়স্ক মাদি হাতির অস্বাভাবিক মৃত্যু হল। ডুয়ার্সের মাল ব্লকের মিনগ্লাস চা বাগানে রবিবার সকালে এই হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জ্বালানি কাঠ সংগ্রহের জন্য চা বাগানে গেলে বাগানের ১৭ নম্বর সেকশনে প্রায় চার বছর বয়সের হাতিটিকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের বৈকুন্ঠপুর ডিভিশনের তারঘেরা রেঞ্জ এবং গরুমারা ডিভিশনের মাল ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের বনকর্মীরা। প্রাথমিক অনুমান করা হচ্ছে তাড়া খেয়ে দীর্ঘক্ষণ ছুটোছুটি করার অতিরিক্ত ধকল সইতে না পেরেই হৃদযন্ত্র বিকল হয়ে হাতিটি মারা গেছে।
বনকর্মীরা হাতিটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। ঘটনায় পরিবেশপ্রেমীরা উদ্বেগ প্রকাশ করেছেন। শনিবার রানীচেরা চা বাগানে চারটি হাতির একটি দল আটকে পড়ে। সেই দল থেকে এই অপ্রাপ্তবয়স্ক হাতিটি মানুষের তাড়া খেয়ে দলছুট হয়ে যায়। এরপর দলছুট হয়ে পড়া এই হাতিটি সারাদিন এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকে। মানুষের তাড়া খেয়ে রানীচেরা চা বাগান থেকে পালিয়ে সাইলি চা বাগান হয়ে মিনগ্লাস চা বাগানের দিকে চলে যায়। তাড়া খেয়ে পালানোর সময় একবার হাতিটি নালার মধ্যেও পড়ে গিয়েছিল। এরপরই রবিবার সকালে হাতিটিকেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল।
বনকর্মীরা হাতিটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। ঘটনায় পরিবেশপ্রেমীরা উদ্বেগ প্রকাশ করেছেন। শনিবার রানীচেরা চা বাগানে চারটি হাতির একটি দল আটকে পড়ে। সেই দল থেকে এই অপ্রাপ্তবয়স্ক হাতিটি মানুষের তাড়া খেয়ে দলছুট হয়ে যায়। এরপর দলছুট হয়ে পড়া এই হাতিটি সারাদিন এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকে। মানুষের তাড়া খেয়ে রানীচেরা চা বাগান থেকে পালিয়ে সাইলি চা বাগান হয়ে মিনগ্লাস চা বাগানের দিকে চলে যায়। তাড়া খেয়ে পালানোর সময় একবার হাতিটি নালার মধ্যেও পড়ে গিয়েছিল। এরপরই রবিবার সকালে হাতিটিকেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল।
