আজকাল ওয়েবডেস্ক: পিছিয়ে গেল শুক্রবারের কলকাতা লিগের ম্যাচ। শুক্রবার কলকাতা লিগের গ্রুপ স্টেজের তিনটি ম্যাচ ছিল। ইস্টবেঙ্গল এফসি বনাম কলকাতা পুলিশ, মহামেডান এসসি বনাম সুরুচি সংঘ এবং কালীঘাট স্পোর্টস বনাম ক্যালকাটা কাস্টমসের খেলা ছিল।
কিন্তু বৃহস্পতিবার ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে এক বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয় শুক্রবার কলকাতা লিগের যে তিনটি ম্যাচ রয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে তিনটি ম্যাচ পিছিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ম্যাচ পিছিয়ে কবে খেলা আয়োজন করা হবে তা স্পষ্ট করে জানানো হয়নি আইএফএ-র তরফে। তবে সূত্রের খবর, শুক্রবার বাংলা বনধ ডেকেছে বিজেপি।
অন্যদিকে, মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান রয়েছে। সেটাও দুপুরে সাড়ে বারোটার দিকে চলবে। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে খোদ মুখ্যমন্ত্রীর। একাধিক রাজনৈতিক কর্মসূচি এবং বাংলা বনধের কারণে পিছিয়ে দেওয়া হচ্ছে কলকাতা লিগের ম্যাচ।
এর আগে গত শনিবার ইস্টবেঙ্গল এবং পিয়ারলেস এসসির ম্যাচ খারাপ আবহাওয়ার জন্য পিছিয়ে দেওয়া হয়। পরের দিন অর্থাৎ রবিবার খেলা হয় সেই ম্যাচ।
