সোমবার ০৭ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | Exclusive: প্রেমের মরশুমে কেমন জমল 'রাজ'-'শ্রী'-এর কেমিস্ট্রি?

Reporter: Snigdha Dey | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৭ আগস্ট ২০২৪ ২১ : ১২Snigdha Dey


নিজের মনের কথা শ্রীকে জানিয়ে দিল রাজ। শ্রী কি সব জেনেই মেনে নেবে তাকে? মর্যাদা দেবে তার ভালবাসাকে? জানতে আজকাল টেলিভিশন পৌঁছে গিয়েছিল দাসানি ২ স্টুডিওতে, জি বাংলার ‘অমর সঙ্গী’ ধারাবাহিকের শুটিং ফ্লোরে। লেখায় স্নিগ্ধা দে।

ফ্লোরে ঢুকতেই মনে হল চারদিকে যেন প্রেমের মরশুম। আলো আঁধারিতে হাঁটু মুড়ে বসে নায়িকাকে প্রেম নিবেদন করছেন নায়ক। সেটের দোতলার বারান্দা যেন স্বপ্নপুরী। নায়ক-নায়িকাকে একসঙ্গে অফস্ক্রিন আড্ডায় পেতে অপেক্ষা করতে হল আরও কিছুক্ষণ।

সিঙ্গল শটের মাঝেই পর্দার ‘রাজ’, অভিনেতা নীল ভট্টাচার্য হাসতে হাসতেই বলে উঠলেন, “বহুযুগ পর এইভাবে হাঁটু মুড়ে বসে কাউকে প্রেম নিবেদন করছি!’’ এই ফাঁকে মেকআপ রুমে গিয়ে স্ন্যাকস দিয়ে পেটপুজোয় ব্যস্ত ‘শ্রী’ ওরফে শ্যামৌপ্তি মুদলি। সিন বদলের আগে অবশেষে কিছুক্ষণের জন্য একসঙ্গে পাওয়া গেল দু'জনকে।

 

 

সেরা হওয়ার লড়াই

‘অমর সঙ্গী’ জুটির নতুন সংস্করণ হিসেবে নিজেদের তুলে ধরাটা কি বাড়তি চ্যালেঞ্জ? নীল বলেন, “আমার কাছে অমর সঙ্গী মানে সেরা জুটি। দর্শকের চোখে আমরাও যাতে সেরার সেরা জুটি হয়ে উঠতে পারি, সেই চেষ্টাই করছি।” নায়িকাকে যেভাবে স্বপ্নের মতো প্রেম নিবেদন করলেন, বাস্তবেও কি তেমন ঘটেছে? নীল হেসে বলেন, “আমার ক্ষেত্রে একেবারেই এরকম হয়নি। তবে শ্যামৌপ্তি নিশ্চয়ই এরকম বহু প্রোপোজাল পেয়েছে!” পাশ থেকে অভিনেত্রীর তড়িঘড়ি জবাব, “বহু প্রোপোজাল পাইনি। তবে এরকম রোমান্টিক মুহূর্ত জীবনে এসেছে।”

 

শ্যামৌপ্তির 'অমর সঙ্গী' কে?

নীল বাস্তবে ‘অমর সঙ্গী’ পেলেও শ্যামৌপ্তি পেয়েছেন কি? “এখনও এরকম কিছু ভাবিনি। পেলে অবশ্যই সবার আগে দর্শক জানতে পারবেন।” লাজুক উত্তর নায়িকার। 

 

খুব অল্প দিনেই গত সপ্তাহের স্লট লিডার হয়েছে এই ধারাবাহিক। অন্যান্য ধারাবাহিকে যেমন নায়ক-নায়িকার জীবনে প্রেম আসতে অনেক সময় লেগে যায়, এ ক্ষেত্রে উল্টোটা ঘটছে। এটাই কি ইউএসপি? “আমার মনে হয় গল্পের বাঁধনটাই এমন যে, দর্শক পছন্দ করতে বাধ্য হবেন। আর সেই সঙ্গে রয়েছে আমাদের প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আশীর্বাদ,” বললেন নীল। 

 

শ্যামৌপ্তির কথায়, “আমি আগে কখনও এত রোমান্টিক গল্পে অভিনয় করিনি। ধারাবাহিকে দৃশ্যের খাতিরে রোম্যান্স করতে হয়েছে ঠিকই, কিন্তু এই গল্পটাতেই এত প্রেম যে, আমরা প্রত্যেকে নিজের সেরাটা দিয়ে দৃশ্যগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছি।”

হঠাৎই আলো বেড়ে গেল চারপাশে। নতুন সিন শুটের সময় হয়ে গিয়েছে। তড়িঘড়ি আড্ডা ছেড়ে স্ক্রিপ্ট হাতে ফ্লোরে ছুটলেন নায়ক-নায়িকা।

 

 

 

 

 


Zee BanglaAmar sangiBengali serialShyamoupti MudliNeel Bhattacharya

নানান খবর

নানান খবর

সলমনের এক কথায় বদলে গিয়েছিল মিঠুন-পুত্রের জীবন — ‘সুলতান’ ছবির সেটের এই গল্প জানেন?

এমনিতেও পেত্নীর মতো হাসে শ্রদ্ধা! ‘স্ত্রী ২’ পরিচালকের ‘কুরুচিকর’ মন্তব্য শুনে কী বলছে নেটপাড়া?

বন্ধুত্ব, ভয়ের মুখোমুখির সঙ্গে মুক্তির খোঁজ— আসছে জিন্দেগি না মিলেগি দোবারা ২? হৃতিকের কথায় তোলপাড় নেটপাড়া!

বিবাহবিচ্ছেদ নিয়ে রসিকতা! প্রচারের আলোয় থাকার জন্যই কি এমন কীর্তি করলেন সুদীপ-পৃথা?

চিত্রনাট্য তৈরি, সলমন-ও কি প্রস্তুত? ‘বজরঙ্গি ভাইজান ২’ নিয়ে এল বড় খবর!

বড়পর্দায় ভেলকি দেখাবেন ভিকি? নোলানের হাত ধরে হলিউডে পাড়ি হৃতিকের?

ছবি বিকৃত করে অশালীন মন্তব্য! কোর্টের দ্বারস্থ জিনিয়া সেন, দেব 'ভক্ত'দের বিরুদ্ধে করলেন কড়া পদক্ষেপ

জটিল প্রেমের অঙ্কে নাজেহাল সোহম-রূপসা! কীভাবে হবে সমাধান? আসছে কোন ছবি?

দ্বিতীয় বিয়ে ভাঙল সুদীপ মুখোপাধ্যায়ের! পৃথার সঙ্গে কেন টিকল না দাম্পত্য?

"সম্রাটের সঙ্গেই থাকতে চাই, সেটাই আমার সবচেয়ে বড় উপহার"- বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে জন্মদিনে অকপট ময়না মুখোপাধ্যায়

ভরা কোর্ট চত্বরে জামাইকে গুলি করল শাশুড়ি! কী কারণে মেয়ের সিঁথির সিঁদুর কেড়ে নিল মা?

শাহিদের ‘দেবা’ ওটিটিতে দেখেই সলমনকে খোলা চিঠি ভক্তদের — ‘চিত্রনাট্য বাছাইটা এবার একটু শিখুন!’

শরীরে মাধুরীর ‘ভালবাসার দাগ’ আজও বয়ে নিয়ে বেড়াচ্ছেন অজয়! অভিনেত্রীকে সামনে পেয়েই কী করেছিলেন ‘সিংহম’?

'ভীষণ ছোট..'অডিশনে শুনতে হয়েছিল চরম কটাক্ষ! তামিল ছবি থেকে কেন বাদ পড়েন পূজা হেগড়ে?

অসুস্থ শরীর, তবু শেষ দেখা বন্ধুকে— মনোজ কুমারকে শ্রদ্ধা জানাতে হাজির ধর্মেন্দ্র

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া