আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই তৃণমূল ছাত্র পরিষেদর প্রতিষ্ঠা দিবস। মূল বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তবে থাকার কথা রয়েছে অভিষেক ব্যানার্জিরও। ২১ জুলাইয়ের পর ফের মঞ্চে বক্তব্য রাখতে দেখা যাবে অভিষেককে। তবে এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ হিসেবে থাকবেন যুব ছাত্রীরাই। তৃণমূল সূত্রে খবর, মঞ্চে মূলত বক্তব্য রাখতে দেখা যাবে ছাত্রীদেরই। জানা গিয়েছে, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। বক্তব্য রাখার কথা রয়েছে যুব সভানেত্রী সায়নী ঘোষেরও।

 

 

যে সমস্ত ছাত্রীরা সভায় বক্তব্য রাখবেন তাঁদের প্রত্যেককে বিষয়বস্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। মেয়ো রোডে যেখানে সমাবেশ হবে আবহাওয়ার কথা মাথায় রেখে গোটা সমাবেশের জায়গা ঢেকে ফেলা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানান, অভিষেক-মমতার বক্তব্য রাখার খবরে উজ্জ্বীবিত গোটা ছাত্র পরিষদ। তৃণমূল সূত্রে খবর, দুপুর সাড়ে বারোটার মধ্যে চলে আসার কথা রয়েছে মমতা-অভিষেক দুজনেরই।

 

 

যাঁরা জেলা থেকে আসছেন তাঁদের জন্য প্রস্তুত রাখা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন মঞ্চ এবং সল্টলেকে স্টেডিয়াম। যুব নেতা নেত্রীদের থাকা-খাওয়ার যাবতীয় ব‌্যবস্থা করা হয়েছে। সোমবার বিকেলেই জলপাইগুড়ি, কোচবিহার থেকে ছাত্রছাত্রীরা এসে গিয়েছেন। বুধবারের সমাবেশ নিয়ে নবান্নে গিয়ে খোদ তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বৈঠক করেছেন তৃণাঙ্কুর।