আজকাল ওয়েবডেস্ক: বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার এক পরিবারের ৪ জনের মৃতদেহ। মৃতদের মধ্যে রয়েছে স্বামী, স্ত্রী ও তাঁদের দুই সন্তান। ৪টি মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খড়দহে।
ঘটনাটি ঘটেছে খড়দহের ১৯ নম্বর ওয়ার্ডের এমএস মুখার্জি রোডে। রবিবার দুপুরে ওই এলাকার একটি ফ্ল্যাট থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করে খড়দহ থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত দুই দিন ধরেই বৃন্দাবন কর্মকার নামের ওই ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছিল না। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তি স্ত্রী, ১৬ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন। এদিন দুপুরে ফ্ল্যাট থেকে পচাগলা গন্ধ পেয়েই থানায় খবর দেন প্রতিবেশীরা। বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে ৪ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ঘরের মেঝেতে পড়েছিল স্ত্রী ও দুই সন্তানের নিথর দেহ। ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, তিনজনকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। খুন ও আত্মহত্যার নেপথ্যে কী কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে খড়দহের ১৯ নম্বর ওয়ার্ডের এমএস মুখার্জি রোডে। রবিবার দুপুরে ওই এলাকার একটি ফ্ল্যাট থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করে খড়দহ থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত দুই দিন ধরেই বৃন্দাবন কর্মকার নামের ওই ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছিল না। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তি স্ত্রী, ১৬ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন। এদিন দুপুরে ফ্ল্যাট থেকে পচাগলা গন্ধ পেয়েই থানায় খবর দেন প্রতিবেশীরা। বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে ৪ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ঘরের মেঝেতে পড়েছিল স্ত্রী ও দুই সন্তানের নিথর দেহ। ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, তিনজনকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। খুন ও আত্মহত্যার নেপথ্যে কী কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।
