আজকাল ওয়েবডেস্ক: নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখা, দুইয়ের প্রভাবে আজ, সোমবারেও দুর্যোগের ঘনঘটা বাংলায়। মৌসম ভবন জানিয়েছে, আজকেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ একাধিক জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম, বর্ধমান, বীরভূম ও নদিয়ায় অতি ভারি বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও মুর্শিদাবাদে ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে।
শুধুমাত্র বাংলা নয়, আজ থেকে আগামী তিনদিন দেশের একাধিক রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মৌসম ভবন জানিয়েছে, আগামী তিন দিন অতি ভারি থেকে অতি প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, মধ্য মহারাষ্ট্র, কঙ্কন ও গোয়ায়। অন্যদিকে দিল্লিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার আন্দামান ও নিকোবরে, আজ সিকিমে, সোমবার ও মঙ্গলবার বিহার, ঝাড়খণ্ড বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি সপ্তাহ জুড়েই অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, অসম, ত্রিপুরা, মেঘালয়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে ওড়িশায়। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় আগামী তিনদিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
