আজকাল ওয়েবডেস্ক: ধর্ষণ কী? গণধর্ষণের শিকার হওয়ার দু'দিন আগে জেনেছিল ১৪ বছরের কিশোরী। খবরের কাগজে কলকাতার আরজি কর মেডিক্যালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বর্ণনা শুনেছিল কাকিমার মুখে। নারকীয় ঘটনার সবটা শুনেই হতবাক হয়ে যায় সে। এর ঠিক দুইদিন পরেই অসমের নগাঁওয়ে বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরে গণধর্ষণের শিকার হয় ওই কিশোরী।
নির্যাতিতার কাকিমা জানিয়েছেন, কিশোরীর পুলিশ হওয়ার ইচ্ছে। দেশে কোথায় কী ঘটছে, রোজ সব জানতে চায়। মঙ্গলবার খবরের কাগজে কলকাতার ঘটনাটি জানতে পেরেছিল। জিজ্ঞেস করেছিল, ধর্ষণ কী। বৃহস্পতিবার টিউশন থেকে বাড়ি ফেরার পথে ভর সন্ধেয় গণধর্ষণের শিকার হয় সে। বাড়ির অদূরে জঙ্গল থেকে তার অচৈতন্য দেহ উদ্ধার করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
নির্যাতিতার আত্মীয়া আরও জানিয়েছেন, প্রতিদিন টিউশনে তাঁর সঙ্গেই রিক্সায় করে যায় সে। কিন্তু ওইদিন সাইকেল চালিয়ে গিয়েছিল। ওর বাবা গুয়াহাটিতে থাকেন। কিন্তুর মেয়ের দেখাশোনা করেন না। সব দায়িত্ব তাঁর কাঁধেই। এমন পরিণতিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ঘটে যাওয়া ভয়াবহ গণধর্ষণের ঘটনায় এখনও বাকি অভিযুক্তদের খোঁজ পাওয়া যায়নি। পুলিশ শুক্রবার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। পুলিশি হেফাজত থেকে পালাতে উদ্যত হয় সেই অভিযুক্ত যুবক। একটি পুকুরে ঝাঁপ দেয় সে। পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তাঁর দেহ। বাকিদের খোঁজ এখনও চলছে।
