আজকাল ওয়েবডেস্ক : বিশ্বখ্যাত শিল্পী সুদর্শন পট্টানায়েক ওড়িশার সমুদ্রতটে তৈরি করলেন বালির বিশ্বকাপ। ৫৬ ফুটের এই বিশ্বকাপকে নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ। ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ৫০০ টি স্টিলের বাটি এবং ৩০০ টি ক্রিকেট বলকে দিয়ে তিনি তৈরি করেছেন এই বিশ্বকাপটি। তার সঙ্গে ছিলেন তার সঙ্গীরা। টানা ৬ ঘন্টা সময় লাগে তৈরি করতে এই বিশ্বকাপটি। গুজরাতে ভারতীয় দল যেন কাপ নিয়েই মাঠ ছাড়ে। এই আশাতেই এই কাজটি করেছেন বলে জানালেন সুদর্শন। প্রসঙ্গত এবারের বিশ্বকাপে টিম ইন্ডিয়া টানা সবকটি ম্যাচে জিতেই ফাইনালে উঠেছে। অন্যদিকে প্রথমদিকে সমস্যায় পড়লেও পরে সেখান থেকে কাটিয়ে ফাইনালেন টিকিট পেয়েছে অজিরাও। ভারত এর আগে ১৯৮৩ এবং ২০১১ সালে বিশ্বকাপ জিতেছে। অন্যদিকে অজিরাও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। তাই লড়াইটা সেয়ানে সেয়ানে হবে বলেই মনে করা হচ্ছে।
