শনিবার ০৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৫ আগস্ট ২০২৪ ২২ : ৩৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রাজনৈতিক বিবাদের জেরেই খুন! তেমনটাই বলছেন স্থানীয়রা। অভিযোগ, রবিবার সন্ধে নাগাদ মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত শীতেশনগর গ্রামে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মীকে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম হাজিকুল ইসলাম (৩৫) । তাঁর বাড়ি শীতেশনগর গ্রামে।
স্থানীয় সূত্র বলছে, হাজিকুল ইসলাম নামে তৃণমূল কংগ্রেসের ওই সক্রিয় কর্মীর সঙ্গে বাম সমর্থক পরিবারের কয়েকজন সদস্যের দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল। সেই ঘটনার জেরে এবছর ১৯ জুন এবং ২৪ জুলাই লালগোলা থানাতে দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছিল হাজিকুলের পরিবারের তরফ থেকে। পরিবারের সদস্যদের হাতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালেও ভর্তি ছিলেন হাজিকুল। সম্প্রতি সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন। তারপরই আজ তাঁর উপর হামলা হয়।
লালগোলার তৃণমূল বিধায়ক মহম্মদ আলী অভিযোগ করেন, ' হাজিকুলের উপর আগের হামলার ঘটনা নিয়ে তৃণমূল দলের পক্ষ থেকে অভিযোগ করার পরও লালগোলা থানার ওসি অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে উল্টে তৃণমূল কর্মীদের হয়রান করছিলেন। লালগোলা থানার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক এখানে কাউকে তৃণমূল কংগ্রেস করতে দিতে রাজি নন।'
বিধায়ক আরও বলেন, 'আজ সন্ধে নাগাদ হাজিকুল যখন কিছু কাজ সেরে বাড়ির পথে ফিরছিলেন, সেই সময় ৭-৮ জন বাম কর্মী শীতেশনগর ঘাটের কাছে হাজিকুলকে ঘিরে হাসুয়া এবং অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে কোপায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাজিকুলের।'
মৃতের স্ত্রী মাহবুবা বিবি অভিযোগ করেন, 'পারিবারিক বিবাদের জেরে আমার দেওর খায়ের শেখ , সাবিরুল শেখ এবং তাদের ছেলেরা এই খুন করেছে। আমি সকলের কঠোর শাস্তি দাবি করছি।'
তৃণমূল কর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে ক্ষোভে ফেটে পড়েন ওই গ্রামের তৃণমূল কর্মী সমর্থকরা। গ্রাম থেকে পুলিশকে দেহ সরাতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছে দেহটি উদ্ধার করে লালবাগ হাসপাতালে নিয়ে যায়। এরপরই কয়েক'শ তৃণমূল কর্মী-সমর্থক লালগোলা থানায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । এই প্রতিবেদন লেখা পর্যন্ত লালগোলা থানা ঘেরাও করে রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
নানান খবর
নানান খবর

রামনবমীর আগে বিরাট সম্প্রীতি মিছিলের সাক্ষী জঙ্গিপুর, একসঙ্গে চলার বার্তা জাকির হোসেনের

ভারতসেরা বাংলা! উৎপাদনক্ষমতায় দেশের সেরা রাজ্যের দুই বিদ্যুৎকেন্দ্র

ভারতীয় ন্যায় সংহিতা আইনে রাজ্যে প্রথম খুনের মামলায় সাজা, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

মা-বাবার ঘরে চুপিসারে ক্যামেরা লাগাল ছেলে! কী ধরা পড়ল ফুটেজে, হাড়হিম হয়ে যাবে

সুপ্রিম কোর্টের নির্দেশে হারিয়েছেন চাকরি, তবু মানে না মন, ক্লাস নিতে কলকাতা থেকে হুগলিতে হাজির শিক্ষক

ছবি তোলার জন্য অজগরের লেজ ধরে টানাটানি! বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন পরিবেশপ্রেমীরা

ভুয়ো সিম কার্ড চালু করে অসৎ উদ্দেশ্যে বিক্রি, গাইঘাটা পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

বেহাল তারাপুরের বিড়ি শ্রমিকদের হাসপাতাল, ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূল সাংসদের

দেওরের পুরুষাঙ্গে কোপ মেরে স্বামীকে নিয়ে চম্পট বৌদির

এপ্রিলেই বঙ্গোপসাগরে দু'টি নিম্নচাপ, একটি পরিণত হতে পারে দানবীয় ঘূর্ণিঝড়ে, এল আবহাওয়ার মেগা আপডেট

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা