আজকাল ওয়েবডেস্ক: প্রথম চার মাসের সূচি ঘোষণা করে দিল আইএসএল কর্তৃপক্ষ। এবারের লিগ শুরু হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর। যুবভারতীতে মুখোমুখি হবে মোহনবাগান এবং মুম্বাই সিটি। এবারে কলকাতার তিন প্রধান খেলতে চলেছে প্রথম সারির লিগে।

 

 

 

১৯ অক্টোবর কলকাতায় এবারেরআইএসএলে প্রথমবার মুখোমুখি হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। প্রথম লেগের কলকাতা ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। অর্থাৎ, খাতায় কলমে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। তবে কঠিন ম্যাচ দিয়েই এবারের আইএসএল সফর শুরু হবে সবুজ মেরুনের। আইএসএলের দ্বিতীয় দিনেই খেলতে নামবে লাল হলুদ। অ্যাওয়ে ম্যাচে তাঁরা মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। 

 

 

প্রথম বার আইএসএল খেলতে নামা মহামেডানের প্রথম ম্যাচ ১৬ সেপ্টেম্বর কলকাতায়। তারা খেলবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। রাতের ম্যাচ শুরু হচ্ছে সন্ধ্যা ৭.৩০ থেকে। মোহনবাগান এবং মহামেডানের প্রথম ম্যাচ ৫ অক্টোবর। ইস্টবেঙ্গল মহামেডানের সঙ্গে খেলবে ৯ অক্টোবর। আইএসএলের পাশাপশি ওই সময়ে এএফসি অভিযান চলবে মোহনবাগানের। ফলে, ফুটবলারদের ক্লান্তির কথা ভেবে দল নামাতে হবে মলিনাকে।