বুধবার ১১ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Review: চেনা রহস্যে অচেনা স্বাদ

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ আগস্ট ২০২৪ ০৯ : ৫৮Snigdha Dey


নারায়ণ সান্যালের গল্প অবলম্বনে সিরিজ। কেমন হল ‘কাঁটায় কাঁটায়’? দেখলেন পরমা দাশগুপ্ত। 


থ্রিলারে বরাবরই বুঁদ করা যায় দর্শককে। সেই অঙ্ক মাথায় রেখেই ওটিটি পর্দায় ফেলুদা, ব্যোমকেশ তো বটেই, এসেছে একেনবাবু, শবর, দময়ন্তী, গোরাদের মতো একের পর এক গোয়েন্দা। কিন্তু সত্যসন্ধানে গোয়েন্দাদেরই শুধু একাধিপত্য থাকবে, এ কেমন কথা? জি ফাইভের নতুন সিরিজ ‘কাঁটায় কাঁটায়’ তাই হাঁটল অন্য পথে। নারায়ণ সান্যালের গল্প ‘সোনার কাঁটা’ অবলম্বনে এই কাহিনিতে রহস্যভেদে এক প্রবীণ আইনজীবী।

 
মূল গল্পটা যাঁদের পড়া, তাঁরা জানেন ভূমিকায় স্বয়ং লেখকেরও বক্তব্য, তিনি রহস্যভেদের ভার দিতে চেয়েছিলেন অন্য পেশার মানুষকে। ব্যোমকেশ বক্সীর ভক্ত নারায়ণ সান্যাল তাই তৈরি করেন আইনজীবী পি কে বসু অর্থাৎ প্রসন্নকুমার বসুর চরিত্রটি। তাকে ঘিরেই তৈরি লেখকের ‘কাঁটা’ সিরিজ, যার দ্বিতীয় গল্প ‘সোনার কাঁটা’। 


গল্প অবলম্বনেই এগিয়েছে সিরিজ। যার শুরুতে সদ্য এক দুর্ঘটনায় সন্তানহারা পি কে বসু (শাশ্বত চট্টোপাধ্যায়) এবং রানি বসু (অনন্যা চট্টোপাধ্যায়) চলেছেন উত্তরবঙ্গে, নবদম্পতি কৌশিক (সোমরাজ মাইতি) এবং সুজাতার  (আয়োষী তালুকদার) নতুন হোম স্টে-র উদ্বোধনে। অতীতে মাদক চক্রের চাঁই এক ব্যবসায়ীর খুনে জড়িয়ে পড়েছিল সুজাতা ও কৌশিক। তাদের বাঁচায় দুই আইনজীবী পি কে বসু এবং অরূপ (অভিজিৎ গুহ)। মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, তারই বিজনেস পার্টনার নয়ন সামন্ত জেলেই আত্মহত্যা করে। এর পর একে একে রহস্যজনক মৃত্যু বিচারক এবং নয়নের আইনজীবীর। দুর্ঘটনায় পি কে-র কন্যা মিঠুর মৃত্যু এবং স্ত্রী রানির পঙ্গু হয়ে যাওয়া তাই ভাবনায় ফেলে পুলিশকে। উত্তরবঙ্গে রওনা হয় ওই মামলার তদন্তকারী রমেন গুহও (সুব্রত দত্ত)। দার্জিলিংয়ে বসু দম্পতির হোটেলে সে-ও খুন হয়। যার তদন্তে আসে স্থানীয় ওসি নৃপেন ঘোষাল (মীর আফসার আলি)। পি কে এবং নৃপেনের সন্দেহ গিয়ে পড়ে রমেনের পাশের দুই ঘরের বাসিন্দা অজয় রায় (প্রান্তিক ব্যানার্জি) এবং নীনা বসুর (র্যাচেল হোয়াইট) উপরে। ইতিমধ্যে উত্তরবঙ্গ জুড়ে প্রবল দুর্যোগ। বৃষ্টি মাথায় করেই ঘুম এলাকায় কৌশিক-সুজাতার হোম স্টে-তে এসে একে একে পৌঁছয় অতিথিরা – পি কে এবং রানি, কাবেরী দত্তগুপ্ত (পায়েল সরকার), নূর আলি বেগ (কিঞ্জল নন্দ), অজয় এবং দুর্যোগে আশ্রয় চাওয়া অনাহূত অতিথি মিস্টার ও মিসেস সেন। খুনের খবরে ছুটির আনন্দ বদলে যায় আশঙ্কায়। নিরাপত্তা দিতে এসে পৌঁছয় পুলিশ অফিসার সুবীর রায় (সোহম চক্রবর্তী)। আততায়ী কি তবে হোম স্টে-তেই? এবারে কে তার নিশানায়? গল্প এগিয়েছে তারই খোঁজে। 


এত বলিষ্ঠ তারকারা যে সিরিজে, তার অভিনয় যে জমজমাট হবেই, সে কথা না বললেও চলে। তবে শাশ্বত, অনন্যা, পায়েল, মীর, সোহমদের ভিড়েও আলাদা করে দাগ কাটেন কিঞ্জল। অচেনা মহিলাকে অস্বস্তিতে ফেলে দেওয়া ক্রিপি চরিত্রে রীতিমতো চমকে দেয় তাঁর অভিনয়। 
জয়দীপ মুখার্জির পরিচালনা ও পদ্মনাভ দাশগুপ্তের চিত্রনাট্যে প্রথম দিকে গল্প এগিয়েছে বেশ ধীরে, চেনা ছকে। সঙ্গে পাহাড়ে রহস্য মানেই মেঘ-বৃষ্টিতে নীলচে, সবুজ, ধূসর ফ্রেমে ধরা উত্তরবঙ্গ ভীষণ মায়াবী হলেও ক্লিশে হয়ে উঠছে ইদানীং। তবু শেষপাতের চমকটার জন্যই আগ্রহ ধরে রাখা যায়। যদিও মেয়ের স্মৃতি তাড়া করে বেড়ানো বা মৃত্যু নিয়ে প্রশ্নগুলোকে জীবন্ত করে তুলতে আত্মাকে হাজির করতে হল কেন, সে প্রশ্নটা থেকেই যায়।


#kaantaye kaantaye#review#web series#bengali web series#thriller web series#tollywood#entertainment news



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ছোট্ট ‘মুসাফা’ হয়ে ওঠার জন্য খুদে আব্রাম কীভাবে নিজেকে প্রস্তুত করেছিল? এই প্রথম ফাঁস করলেন স্বয়ং শাহরুখ...

‘আসবেন না অনুষ্ঠানে’, রাজস্থানের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করার পাশাপাশি রাজনীতিকদের তোপ সোনুর! কিন্তু কেন?...

‘ভুল ভুলাইয়া ৩ সুপারহিট, তবু ইন্ডাস্ট্রির সমর্থন পাব না!’ বিস্ফোরক কার্তিকের নিশানায় কারা? ...

জল্পনা সত্যি করে ‘বেবি জন’-এ হাজির সলমন, ছবির ঝলকে ‘টাইগার’কে দেখে কেন ক্ষেপল নেটপাড়া?...

‘ভূত বাংলো’র সামনে লন্ঠন হাতে একা অক্ষয়! গা-ছমছমে পোস্টার দেখিয়ে ছবি মুক্তির তারিখ ঘোষণা ‘খিলাড়ি’র ...

পর্দার জন্য নয়, বাস্তবে বিয়ের পিঁড়িতে বসছেন 'মেম বউ' সিরিয়ালের অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায় ...

'আমার সামনে দাঁড়াতেই...', অমিতাভকে দেখে বদলে গিয়েছিল রেখার নাচ! কোন গোপন কথা ফাঁস করলেন 'উমরাও জান'?...

অন্তর্বাস না পরা থেকে পাজামা খুলে যাওয়া, ‘জগন’-এর কথা বলতে গিয়ে আবেগে ভেসে আর কী বললেন সুব্রত?...

অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনায় রেজওয়ান! অ্যান্টনি ফিরিঙ্গি থেকে পুরনো কলকাতা ছুঁয়ে তৈরি করলেন ‘কালী কথা কলিকাতা’...

‘অ্যানিম্যাল’ নিয়ে রিয়্যালিটি শো-এর প্রতিযোগীর সঙ্গে তর্কে জড়ালেন পরিচালক, কটাক্ষ জাভেদ আখতারকেও!...

‘নর্মদা বাঁচাও আন্দোলন’-এর সঙ্গে এক বিন্দুতে মা হারা-কিশোরের যন্ত্রণাকে মেলায় গৌতমের ‘পরিক্রমা’ ...

গ্লোবের পাঁচ টাকার টিকিট, উথালপাথাল প্রেম এবং ‘গডফাদার’...

জন্মদিনে শর্মিলাকে ‘গ্যাংস্টার’ তকমা! শাশুড়ি-বউমার কেমন রসায়ন বোঝাতে চাইলেন করিনা?...

পুষ্পা ২’র বাজিমাত! সব রেকর্ড ভেঙে চুরমার, তৃতীয় দিনে অল্লু অর্জুনের ছবির ঝুলিতে কত আয়? ...

‘আমি বিন্দুমাত্র লজ্জিত নই, দুঃখিত-ও নই! বাংলা ভাষা আমার গর্ব ’, অকপট ইমন চক্রবর্তী ...



সোশ্যাল মিডিয়া



08 24