আজকাল ওয়েবডেস্ক : কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি এবার আপ সরকারের দুর্নীতির বিষয়ে সরব হলেন। তিনি বলেন, ২০২৭ সাল থেকে আপ সরকারের জল বোর্ড প্রায় তিন হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। যদিও বিজেপির এই অভিযোগকে হেলায় উড়িয়ে দিয়েছে আপ। তারা জানিয়েছে বিজেপির কাজ অন্যর দোষ দেখা। নিজেরা তারা করছে তার হিসেব তাদের কাছে নেই। যে সরকার দিল্লিবাসীর জন্য নিয়োজিত তার বিরুদ্ধে এমন কথা বলার কোনও মানে হয় না। লেখি এর পাল্টা দিয়ে বলেন, কেজরিওয়াল সরকারের উচিত এই দুর্নীতি নিয়ে তারা সিবিআই এবং ইডিকে তদন্ত করতে দিক। যেভাবে তারা সেখানকার শীর্ষ আমলাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ যোগাড় করেছে তেমনি তাদের উচিত এই জল বোর্ড নিয়ে যে দুর্নীতি হয়েছে তারও সঠিক প্রমাণ যোগাড় করা। অন্যদিকে আপের পক্ষ থেকে বলা হয়েছে বিজেপি গোটা দেশে এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তাই তারা বিরোধী রাজ্যগুলিকে এজেন্সি দিয়ে কায়দা করতে চাইছে। তবে এতকিছু করেও আপকে দমানো যাবে না। যে সরকার নির্বাচনে দিতে ক্ষমতায় এসেছে তাকে সরানোর ক্ষমতা বিজেপির নেই।
