আজকাল ওয়েবডেস্ক: কানাডার বতসোয়ানায় আবিষ্কার হল ২৪৯২ ক্যারেটের এক বিশাল হীরে। জানা যাচ্ছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরে এটি। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করেছে কানাডিয়ান খনি কোম্পানি লুকারা ডায়মন্ড কর্পোরেশন। জানা গিয়েছে, এক্স-রে শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে উত্তর-পূর্ব বতসোয়ানার একটি হীরের খনিতে পাওয়া গিয়েছে এই হীরেটি।
তবে সংস্থার তরফে হীরের মূল্য সম্পর্কে কিছু জানানো হয়নি। ক্যারেট অনুযায়ী হিসেব করলে এর আগে ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় ৩০১৬ ক্যারেটের কুলিনান আবিষ্কার হয়েছিল। তারপরেই স্থান পেয়েছে এই হীরেটি। লুকারার প্রেসিডেন্ট উইলিয়াম ল্যাম্বও এক আবিষ্কারে আনন্দ প্রকাশ করেছেন।
সংস্থার তরফে এই বিবৃতিতে বলা হয়েছে, এটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় রুক্ষ হীরে গুলির মধ্যে একটি। ২০১৭ সালে ইনস্টল করা কোম্পানির মেগা ডায়মন্ড রিকভারি এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে আবিষ্কার করা হয়েছে এই হীরে।
আবিষ্কারের পর লুকারার ম্যানেজিং ডিরেক্টর নাসিম লাহরি বৃহস্পতিবার কানাডার রাষ্ট্রপতি মোকগুয়েতসি মাসিসির কাছে হীরেটি দেখান। বর্তমানে সবথেকে বড় রুক্ষ হীরের স্থানে রয়েছে কুলিনানই। যার কিছু অংশ রয়েছে ব্রিটেনের রাণীর মুকুটে।
