আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ বন্যার কবলে ত্রিপুরা। একটানা ভারি বৃষ্টির কারণে বন্যার কবলে বিস্তীর্ণ এলাকা। এবার বন্যাকবলিত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। আগরতলায় জলমগ্ন রাস্তা পায়ে হেঁটে ঘুরে দেখলেন তিনি। বৃহস্পতিবার আগরতলায় ধলেশ্বরের স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতন, রামঠাকুর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বড়দোয়ালির স্বামী বিবেকানন্দ স্কুলের অস্থায়ী ত্রাণ শিবির পরিদর্শন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তবে অতি ভারি বৃষ্টির কারণে দক্ষিণ জেলায় তিনি পৌঁছতে পারেননি। 

 

ত্রাণ শিবির পরিদর্শনের মাঝে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, বর্তমানে বন্যার কারণে ত্রিপুরার ৩০ হাজারের বেশি মানুষ গৃহহীন। এ পর্যন্ত ৩২১ টি অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে। উদ্ধারকারী দল দিনরাত এক করে জোরকদমে কাজ চালাচ্ছে। 

 

একটানা প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি ত্রিপুরার একাধিক জেলায়। গত সোমবার থেকে সমস্ত নদীর জলস্তর বেড়েছে। প্লাবিত একাধিক জেলা। তুমুল বর্ষণে জল নামার সুযোগ নেই। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত সোমবার থেকে বুধবার পর্যন্ত বন্যা, ধসে ত্রিপুরায় দশজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ একাধিক। আহত বহু। ভারি বৃষ্টি, ধস ও বন্যার কারণে বুধবারের পর বৃহস্পতিবারেও রাজ্যের সমস্ত স্কুল বন্ধের ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। গতকাল কলেজগুলিও বন্ধ ছিল। মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা জানিয়েছেন, বন্যার কারণে ত্রিপুরার সমস্ত সরকারি, বেসরকারি স্কুল, মাদ্রাসা বন্ধ থাকবে আজ।