আজকাল ওয়েবডেস্ক: বন্ধ হয়ে যাচ্ছিল স্কুল। পড়ুয়াও ছিল মাত্র ৩ জন। কিন্তু একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়েও স্কুল বন্ধ হতে দিলেন না তিনি। তিনি একজন শিক্ষক। ঘটনাস্থল কর্ণাটক। সে রাজ্যের শিরসি তালুকের ওই স্কুল গত ৫ বছর ধরে প্রায় একই অবস্থায় ছিল বলে জানা যাচ্ছে সর্বভারিতীয় সংবাদ মাধ্যম সূত্রে।

 

তবে প্রধান শিক্ষকের উদ্যোগে পরিস্থিতি বদলেছে কিছুটা। প্রথম থেকে পঞ্চম শেণি পর্যন্ত পড়ানো হয় ওই স্কুলে। বর্তমানে সেখানে ২৬ জন পড়ুয়া রয়েছেন, রয়েছেন ২ শিক্ষক। স্থানীয় সূত্র বলছে, শুরু থেকেই প্রধান শিক্ষকের প্রবল উদ্যোগের কারণেই সফল হয়েছে সবকিছু। 

 

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, প্রধান শিক্ষক অরুণ ভাট প্রায় ৫ বছর আগে ওই স্কুলে যান। স্কুলের পরিস্থিতি দেখেই তিনি সিদ্ধান্ত নেন, বন্ধ হওয়ার মুখে দাঁরিয়ে থাকা স্কুলকে পুনরায় জোরকদমে চালু করবেন।  তারপর থেকেই স্কুলের উন্নতির জন্য একে একে পদক্ষেপ গ্রহণ করেন। সাহায্য পান বাব-মা, পঞ্চায়েতেত। আর্থিক সাহায্য নিয়েও এগিয়ে আসেন অনেকে।

 

স্কুলে আমূল বদল আনেন তিনি। বদলে ফেলা হয় স্কুলে দেওয়াল। পুরনো দেওয়ালের উপর পড়ে নতুন রঙ। পড়ুয়ারাও এগিয়ে আসে। স্কুলে লাগানো হয় অন্তত ২৫ রকমের গাছ। শশা-কুমড় সহ একাগুচ্ছ শাক-সবজিও লাগানো হয়েছে স্কুলের গণ্ডিতে।