আজকাল ওয়েবডেস্ক : বুধবারই দুদিনের জম্মু-কাশ্মীর সফরে এসেছেন সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবারই তাঁরা উপস্থিত হয়েছেন শ্রীনগরে। আসন্ন বিধানসভা নির্বাচনে দলের প্রধান নেতাদের সঙ্গে তাঁরা বৈঠক করবেন বলেই জানা গিয়েছে।
এদিন বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানান কংগ্রেস সমর্থকরা। এতটাই ভিড় জমে যায় যে পরিস্থিতি সামলাতে কিছুটা হিমসিম খেতে হয় পুলিশকে। এরপর এই দুজনকে কোনওমতে সেখান থেকে বের করে নিয়ে যায় পুলিশ। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। তিনদফায় হবে এই নির্বাচন। বৃহস্পতিবার কাশ্মীর ভ্যালির ১০ টি জেলার কংগ্রেস সমর্থক এবং নেতাদের সঙ্গে বৈঠক করবেন এই দুজন। পাশাপাশি ন্যাশনাল কনফারেন্সের নেতাদের সঙ্গেও বৈঠক রয়েছে এই দুই কংগ্রেস নেতার।
যদি নির্বাচনে কোনও জোট হয় তবে সেই জোট কোন পথে হবে সেটাও আলোচনা করা হবে বৈঠকে। এখানে দলের কর্মীদের কাজ করতে কোথায় অসুবিধা হচ্ছে তা নিয়েও এদিন আলোচনা করা হবে। এদিকে ভূস্বর্গে ভোট নিয়ে ইতিমধ্যে কোমর বেঁধে নামছে বিজেপিও। দলের শীর্ষস্তরের নেতারা দ্রুত নামছেন প্রচারে। তবে লোকসভা ভোটের ফলের দিকে তাকিয়ে এবার এই বিধানসভা নির্বাচনেও ভাল করতে মরিয়া হাত শিবির। সবমিলিয়ে ফের জমজমাট হতে চলেছে নির্বাচনের রণক্ষেত্র।
