আজকাল ওয়েবডেস্ক: উন্মাদনা তুঙ্গে। এক যুগ পর ফের বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতের। ২০০৩ সালের মতো বিশ্বকাপে আবারও অস্ট্রেলিয়ার মুখোমুখি টিম ইন্ডিয়া। ক্রিকেটপ্রেমী, সাধারণ মানুষ থেকে রাজনীতিক, রোহিতদের সাফল্য কামনায় রবিবার সকাল থেকে প্রার্থনায় মগ্ন ভারতীয়রা।

কোথাও হোম-যজ্ঞে ব্যস্ত রাজনীতিক, কোথাও আবার বিশেষ আরতির মাধ্যমে পুজো করছেন পুরোহিতরা। বিশ্বকাপের ট্রফি যাতে টিম ইন্ডিয়ার দখলেই আসে, তার জন্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা দেশ।

রবিবার সকালে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিশেষ ভস্ম আরতি, বৈজনাথ মহাদেব মন্দিরে, কেরলের সবরীমালা মন্দিরে, মাদুরাই গণেশ মন্দিরে বিশেষ পুজোর মাধ্যমে টিম ইন্ডিয়ার সাফল্য কামনা করা হয়। শনিবার রাতেই লখনউয়ে কংগ্রেসের নেতারা যজ্ঞের আয়োজন করেন। এদিন সকালে ভারতীয় ব্যাটার ঈশান কিষানের পরিবার পাটনায় দলের জন্য বিশেষ পুজোর আয়োজন করে।