রবিবার ১৬ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২১ আগস্ট ২০২৪ ২০ : ০৪Moumita Basak
আজকাল ওয়েবডেস্ক: চম্পাই সোরেনকে নিয়ে ঝাড়খণ্ডের রাজনীতিতে অব্যাহত দলবদলের জল্পনা। এই আবহে ফের নয়া জল্পনা উস্কে দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চম্পাই বলেন, রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন না তিনি। পরবর্তীতে নতুন সংগঠনকে মজবুত করার কাজ করবেন তিনি। এরইসঙ্গে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, চলার পথে যদি কোনও ভাল বন্ধুর দেখা পান, তবে সেই বন্ধুর হাত ধরে ভবিষ্যতে সমাজের সেবা করে যাবেন। আগামী সাতদিনে ছবিটা পরিষ্কার হবে বলেও দাবি করেছেন চম্পাই।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ‘বিদ্রোহী ‘ নেতা চম্পাই সোরেনকে নিয়ে সাম্প্রতিককালে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে ঝাড়খণ্ডের রাজনীতিতে। চলতি বছরের শুরুরদিকে জমি কেলেঙ্কারিকাণ্ডে প্রথমে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন জেএমএম প্রধান হেমন্ত সোরেন। হেমন্তকে গ্রেপ্তার করে ইডি। তৎকালিন সময়ে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী পদে বসানো হয় দলের বর্ষীয়ান নেতা চম্পাই সোরেনকে। পরবর্তী সময়ে হেমন্তের মুক্তি নিশ্চিত হতেই মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যান চম্পাই। ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হন হেমন্ত সোরেন। এই ঘটনার পর থেকেই দলের সঙ্গে দুরত্ব বাড়তে থাকে অভিমানী চম্পাইয়ের।
সম্প্রতী চম্পাই সোরেনের দিল্লি সফরকে কেন্দ্র করে তৈরি হয় জেএমএম-এর বর্ষীয়ান নেতার পদ্ম-যোগের জল্পনা। সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেন চম্পাই। সেখানে তিনটি বিকল্পের কথা উল্লেখ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। পোস্ট থেকে চম্পাইয়ের বিজেপিতে যোগদানের বিষয়টি পরিষ্কার না হলেও তিনি যে জেএমএম ত্যাগ করছেন, সেই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে বলেই মনে করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এদিনও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজনীতি থেকে অবসর গ্রহণের জল্পনায় জল ঢেলেছেন চম্পাই। একইসঙ্গে নতুন সংগঠনকে মজবুত করার কথা জানিয়েছেন পোড়খাওয়া এই রাজনীতিবিদ। তাঁর প্রশ্ন, ৩০ থেকে ৪০ হাজার সমর্থককে পাশে পেলে নতুনভাবে ভাবতে সমস্যা কোথায়? পাশাপাশি দলবদলের সম্ভাবনা জিইয়ে রেখে নতুন বন্ধুর হাত ধরে পথচলার ইঙ্গিতও দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
এখন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কি চম্পাই দলবদল করবেন? না কি নতুন দল গড়ে হেমন্ত সোরেনকে বিপাকে ফেলার কৌশল নেবেন। সেই উত্তরের অপেক্ষায় রাজনৈতিকমহল।
নানান খবর

নানান খবর

পায়রা দেখানোর অজুহাতে বারান্দায় নিয়ে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড, রক্ষীর হাতেই শ্লীলতাহানির শিকার নাবালিকা!

রেল বা মেট্রো স্টেশনে হলুদ টাইল বসানো থাকে কেন, আপনার কী জানা আছে

মর্মান্তিক, তিন সন্তানকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী বাবা, ঝাড়খণ্ডের গিরিডির ঘটনা

বাম্পার অফার নিয়ে এল বিএসএনএল, কতটা সুবিধা হবে গ্রাহকদের

হাসপাতালের আইসিইউতে দাউদাউ আগুন, উদ্ধার ১৯০-র বেশি রোগী, ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য মধ্যপ্রদেশে

ব্যাগের মধ্যে মহিলার খুলি, গয়নার বাক্স! দেখেই চোখ ছানাবড়া পুলিশের, কীভাবে ধরল খুনিকে?

সাক্ষাৎকার নেওয়ার সময় প্রেমালাপ শুরু করেন এইচআর, হাতে নাতে ধরে ফেললেন স্ত্রী

কর্ণাটক সরকারের মুসলিম কন্ট্রাক্টরদের জন্য ৪% টেন্ডার সংরক্ষণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

দুই সন্তানের হত্যাকারী বাবা! অন্ধ্রপ্রদেশে হাড়হিম করা ঘটনা

কর্তব্যরত অবস্থায় হঠাৎ বুকে ব্যথা, হোলির দিন মর্মান্তিক পরিণতি পুলিশ আধিকারিকের

পুরীর সমুদ্র সৈকতে নয়া বিপত্তি, তিতিবিরক্ত পর্যটকরা! কী এমন হয়েছে?
আন্ধ্রপ্রদেশের ঋণের বোঝা: ৯,০০০ কোটি টাকার বন্ড ইস্যুর পরিকল্পনা নিয়ে বিতর্ক

'নেহা'-র প্রলোভনে পা! পাক আইএসআই এজেন্টকে ভারতের গোপন নথি 'পাচার', গ্রেপ্তার উত্তরপ্রদেশের এক বাসিন্দা

শিশুর খেলার সাথী সাপ! অবাক করা ভিডিও দেখে শিউরে উঠলেন সকলে

দক্ষিণ-পশ্চিম এয়ারলাইন্সের ফ্লাইটে মহিলা যাত্রীর নগ্ন হয়ে নাচ, বিমান ফিরিয়ে আনতে বাধ্য হল সংস্থা