আজকাল ওয়েবডেস্ক: ইরানে ভয়াবহ বাস দুর্ঘটনা। প্রাণ হারালেন পাকিস্তানের ৩৫ জন পুণ্যার্থী। আহত হয়েছেন আরও একাধিক যাত্রী। পুণ্যার্থীরা পাকিস্তান থেকে ইরাকের দিকে যাচ্ছিল বলেই জানা গিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। ইরানের ইয়াজদ শহরে। বাসটিতে মোট ৫০ জন পুণ্যার্থী ছিলেন। তাঁরা সকলেই পাকিস্তানের দক্ষিণ সিন্ধ প্রদেশের লারকানা শহরের বাসিন্দা। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ৩০ জনের মৃত্যু হয়েছিল। বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসা চলাকালীন প্রাণ হারান।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। তাঁদের মধ্যে সাতজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে পড়ার পর তাতে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে অনেকের মৃত্যু হয়।
