আজকাল ওয়েবডেস্ক: আরজি করে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল রাজ্য। গোটা দেশে ছড়িয়ে পড়েছে আন্দোলনের রেশ। তবে, এসবের মাঝেই একে একে উঠে আসছে নানা দেশের, একাধিক জায়গার ধর্ষণের অভিযোগ।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ছত্তিশগড়ের রাইগড়ে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। মহিলার বয়স ২৭। ইতিমধ্যে ঘটনায় ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, রাখি উৎসবের দিন, ওই মহিলা একটি নিকটবর্তী মেলায় যাচ্ছিলেন। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে। নির্যাতিতা মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ছত্তিশগড় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। মহিলার অভিযোগ, কয়েকজন মিলে জোর করে তাঁকে পুকুরপাড়ে নিয়ে যায়। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ।
অন্যদিকে জানা গিয়েছে, মহারাষ্ট্রে স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার একাধিক ছাত্রী। থানের পর এবার আকোলা জেলায় এক সরকারি স্কুলের মধ্যে এই ভয়াবহ ঘটনার অভিযোগ তুলেছে অষ্টম শ্রেণির ছয়জন ছাত্রী। এফআইআরের ভিত্তিতে ৪৭ বছর বয়সি শিক্ষককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
