টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---

‘সাহারাশ্রী’ অনিল!
৭৫তম জন্মদিনে সাড়ম্বরে ঘোষণা হয়েছিল, সুব্রত রায়ের জীবনীছবি হবে। তারপর সেই ছবি ঘিরে আর কিছুই জানা যায়নি। ‘সাহাশ্রী’র মৃত্যুর পরেই ফের চর্চায় সেই ছবি। খবর, ছবিটি তৈরি হচ্ছে। এবং মুখ্য ভূমিকায় সম্ভবত দেখা যেতে পারে অনিল কাপুরকে। যদিও বিষয়টি নাকি এখনও প্রাথমিক স্তরেই রয়েছে।

যদি বিয়ে করতেন ললিতকে
তাঁর ‘আর্যা ৩’ জনপ্রিয়। অভিনয়ও প্রশংসা পাচ্ছেন। সেই প্রসঙ্গে সাক্ষাৎকার দিয়ে গিয়ে ললিত মোদী সম্বন্ধে মুখ খুললেন সুস্মিতা সেন। তিনি কি সত্যিই ললিতকে বিয়ে করতে চলেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি যাঁকে ভালবাসেন একমাত্র তাঁর সঙ্গেই গাঁটছড়া বাঁধবেন। এই কথা তিনি আগেও জানিয়েছেন। আরও একবার বলছেন। বারবার একই প্রসঙ্গে একই কথা বলতে ভালবাসেন না তিনি।

৬ কোটিতে বিক্রি!
খবর, প্রিয়াঙ্কা চোপড় বলিউডে তাঁর দুটো পেন্ট হাউজ ৬ কোটি টাকায় বিক্রি করেছেন। প্রিয়াঙ্কার এই সম্পত্তি কিনেছেন এক প্রযোজক। দীপাবলির আগেই নাকি সম্পত্তি বিক্রি করে লক্ষ্মীলাভ হয়েছে প্রিয়াঙ্কার।

দুই মলাটে দেবানন্দ
এবছর তারকা দেব আনন্দের শতবর্ষ। সেই উপলক্ষে কফি টেবিল বই ‘কে দিল অভি ভরা নহি’ প্রকাশিত হল শুক্রবার, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। প্রকাশ করেন মহারাষ্ট্রের গভর্নর রমেশ বাইস। বইটির লেখক দীপা বুটি। তাঁর প্রথম ছবি "জিদ্দি" থেকে শুরু করে পেশা জীবনের খুঁটিনাটি রয়েছে বইটিতে। আর একমুঠো দুর্মূল্য ছবি। ছবিগুলো কামাট ফটো ফ্ল্যাশ থেকে সংগৃহীত। প্রয়াত অভিনেতার জীবনের খুঁটিনাটি জানিয়েছেন মোহন চুরিওয়ালা।