আজকাল ওয়েবডেস্ক: ইলন মাস্ক। এবার নাকি তিনি মন্ত্রী হচ্ছেন! সমাজমাধ্যমে যে তথ্য ঘুরে বেড়াচ্ছে তাতে সেটাই উঠে আসছে। দিন কয়েক আগেই ট্রাম্প বলেছিলেন, এবার তিনি ভোট জিতলে, ইলন মাস্ককে তাঁর মন্ত্রিসভায় রাখতে চান। ট্রাম্পের ইচ্ছা প্রকাশ করতেই, উত্তর দিতে খুব একটা দেরি করলেন না ইলন মাস্ক। সমাজ মাধ্যমে জানালেন, তিনি ইচ্ছুক।
সোমবার আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় ট্রাম্প বলেন, ইলন মাস্ক একজন বুদ্ধিদীপ্ত, স্মার্ট ছেলে, তারপরেই জানান, নভেম্বরে ভোট জিতে ফিরলে, তিনি চাইবেন মাস্ককে তাঁর মন্ত্রিসভায় রাখতে, যদি সে রাজি হয়।
স্বাভাবিক ভাবেই, এই প্রস্তাবের পর, ইলন মাস্ক কী বলছেন, নজর ছিল সেদিকে। তবে দ্রুত টেসলা প্রধান জানান, তিনি পরিষেবা দিতে প্রস্তুত। এর আগে, আগের সপ্তাহে ট্রাম্প এবং মাস্ক, দু’ জনেই এক্স-এর বিষয়ে অন্তত ২ ঘন্টা আলোচনা করেন। সূত্রের খবর, মাস্ক তখনই, সরকারি কমিশনে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। উল্লেখ্য, গত মাসে, ট্রাম্পকে হত্যার চেষ্টার পর, সর্বসমক্ষে তাঁকে সমর্থন করেন মাস্ক।
