আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এবার বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লিখলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। চিঠিতে আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন ভাজ্জি।

 

 

বিচারে বিলম্বের জন্য গভীর যন্ত্রণা প্রকাশ করেছেন।  আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হলে ৩১ বছর বয়সী ট্রেনি চিকিৎসককে ধর্ষণ ও হত্যার এক সপ্তাহ পর চিঠি পাঠালেন হরভজন । ৯ আগস্টের এই ঘটনা দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দিয়েছে।

 

 

চিঠিতে ভাজ্জি সাফ জানিয়েছেন, 'এক সপ্তাহেরও বেশি সময় কেটে গেছে। কিন্তু আমরা এখনও কোনও কংক্রিট পদক্ষেপ দেখতে পাচ্ছি না। যা কিনা চিকিৎসক সম্প্রদায়কে রাস্তায় প্রতিবাদ করতে একপ্রকার বাধ্য করেছে। তাঁদের প্রতিবাদ যুক্তিসঙ্গত। ওদের লড়াইকে আমি আন্তরিকভাবে সমর্থন করি।'

?ref_src=twsrc%5Etfw">August 18, 2024

 

 

ভাজ্জির প্রশ্ন, চিকিৎসকদের নিরাপত্তার সঙ্গে যদি এভাবে আপস করা হয় দিনের পর দিন তাহলে তাঁরা কীভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন? পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে ঘটনার দ্রুত বিচারের আবেদন জানিয়েছেন তিনি।