নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে সাধারণ মানুষের সঙ্গে কেবল টলিউডের তারকরাই নয়, গর্জে উঠলেন বলি তারকারাও। ক্ষোভ ছড়িয়েছে গোটা দেশজুড়ে। তাই এই নির্মম ঘটনায় চুপ থাকতে পারলেন না বলি তারকারা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের পোস্টার মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা করে ন্যায়বিচার চেয়েছেন তাঁরা। এই তালিকায় নাম লেখালেন এবার অনুষ্কা শর্মাও।
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে অনুষ্কা ছুঁড়ে দিলেন কয়েকটি প্রশ্ন। অনুষ্কা লেখেন, "এবার আপনাদের অজুহাত কী হবে? এবারও কি তাঁর দোষ? কারণ পুরুষরা তো পুরুষই, তাই না?"
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী বেশ কয়েকটি ধর্ষণের ঘটনাকে ওই পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী। সেখানে ৩.৫ বছরের শিশুর ধর্ষণের ঘটনা থেকে উঠে এসেছে কলকাতার নৃশংসতাও। সেই সঙ্গে অনুষ্কা আরও কয়েকটি প্রশ্ন করেন। তাঁর কথায়, "এই সবের জন্য কিছু প্রশ্ন উঠে আসে যেমন, সে কী পড়েছিল? মেয়েদের রাতে বেরোনো বারণ, তাও কেন বেরোলো? অপরিচিতদের সঙ্গে কেন বেশি কথা বলল? তাঁর পেশা ঠিকঠাক কিনা, এই জাতীয় বহু প্রশ্ন উঠে আসে যার উত্তর দেওয়ার থেকেও এখন বেশি জরুরি ন্যায় বিচার পাওয়া।"
করিনা কাপুর থেকে সোনম কাপুর, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, পরিণীতি চোপড়া এমনকী তরুণ প্রজন্ম সুহানা খান, নব্যা নভেলি নন্দারাও তীব্র প্রতিবাদ জানিয়েছে এই ঘটনার। মেয়েদের সুরক্ষার দাবি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে অনুষ্কা ছুঁড়ে দিলেন কয়েকটি প্রশ্ন। অনুষ্কা লেখেন, "এবার আপনাদের অজুহাত কী হবে? এবারও কি তাঁর দোষ? কারণ পুরুষরা তো পুরুষই, তাই না?"
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী বেশ কয়েকটি ধর্ষণের ঘটনাকে ওই পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী। সেখানে ৩.৫ বছরের শিশুর ধর্ষণের ঘটনা থেকে উঠে এসেছে কলকাতার নৃশংসতাও। সেই সঙ্গে অনুষ্কা আরও কয়েকটি প্রশ্ন করেন। তাঁর কথায়, "এই সবের জন্য কিছু প্রশ্ন উঠে আসে যেমন, সে কী পড়েছিল? মেয়েদের রাতে বেরোনো বারণ, তাও কেন বেরোলো? অপরিচিতদের সঙ্গে কেন বেশি কথা বলল? তাঁর পেশা ঠিকঠাক কিনা, এই জাতীয় বহু প্রশ্ন উঠে আসে যার উত্তর দেওয়ার থেকেও এখন বেশি জরুরি ন্যায় বিচার পাওয়া।"
করিনা কাপুর থেকে সোনম কাপুর, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, পরিণীতি চোপড়া এমনকী তরুণ প্রজন্ম সুহানা খান, নব্যা নভেলি নন্দারাও তীব্র প্রতিবাদ জানিয়েছে এই ঘটনার। মেয়েদের সুরক্ষার দাবি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
