আজকাল ওয়েবডেস্ক: চন্দননগরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেল। হাওড়া থেকে ব্যান্ডেল এবং বর্ধমান শাখায় এই বিশেষ ট্রেনগুলো চালানো হবে আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। চারদিনে মত দশটি স্পেশাল ট্রেন চলবে। এর মধ্যে রয়েছে পাঁচটি আপ লোকাল এবং পাঁচটি ডাউন লোকাল। রেল সূত্রে খবর, বিকেল ৫.২০, ৭.৫৫, রাত ১১.৩০ এবং ১২.৩০ মিনিটে হাওড়া থেকে ব্যান্ডেল যাবে পাঁচটি বিশেষ ট্রেন।
ব্যান্ডেল থেকে সন্ধ্যা ৬.৩৫, ৯.২০, রাত ১টা, রাত ২টো নাগাদ হাওড়ার উদ্দেশ্যে ছাড়বে স্পেশাল লোকাল। সব ট্রেনই মাঝের সমস্ত স্টেশনে দাঁড়াবে। রাত ১.১৫ মিনিটে হাওড়া- বর্ধমান লোকাল থাকছে। বর্ধমান থেকে হাওড়া আসার ট্রেন রয়েছে রাত ১০.৩০ নাগাদ। গতিপথ বাড়ানো হয়েছে হাওড়া মসাগ্রাম লোকালের। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওই ট্রেনটি চলবে বর্ধমান পর্যন্ত।
ব্যান্ডেল থেকে সন্ধ্যা ৬.৩৫, ৯.২০, রাত ১টা, রাত ২টো নাগাদ হাওড়ার উদ্দেশ্যে ছাড়বে স্পেশাল লোকাল। সব ট্রেনই মাঝের সমস্ত স্টেশনে দাঁড়াবে। রাত ১.১৫ মিনিটে হাওড়া- বর্ধমান লোকাল থাকছে। বর্ধমান থেকে হাওড়া আসার ট্রেন রয়েছে রাত ১০.৩০ নাগাদ। গতিপথ বাড়ানো হয়েছে হাওড়া মসাগ্রাম লোকালের। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওই ট্রেনটি চলবে বর্ধমান পর্যন্ত।
