আজকাল ওয়েবডেস্ক : টানা সাতদিন ধরে উদ্ধারকাজ চলছে উত্তরাখণ্ডে। এখনও বহু শ্রমিক ভিতরে আটকে পড়ে রয়েছে। অতিক্রান্ত হয়েছে ১৫০ ঘন্টা তবে এখনও যেন অনেকটাই কাজ বাকি বলেই মনে করছেন উদ্ধারকারীরা। শুক্রবার হঠাৎই টানেলে উদ্ধারকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। একটি পাহাড় ভাঙার শব্দ শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন সকলে। তবে শনিবার আরও আধুনিক ড্রিল মেশিন নিয়ে এসে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। গত রবিবার এই বিপর্যয় ঘটে। তখন সেখানে ৪০ জন শ্রমিক আটকে ছিল। যদিও সরকারিভাবে জানানো হয়, শ্রমিকরা সকলেই সুস্থ রয়েছেন। তাদের কাছে পর্যাপ্ত খাদ্য এবং পানীয় জল দেওয়া হয়েছে। যদিও শ্রমিকদের পরিবারের সদস্যরা একেবারে আশা ছেড়ে দিয়েছে। একটি পরিবারের সদস্য জানিয়েছে অবিলম্বে তাদের উদ্ধার করা হোক। নাহলে তারা মারা যাবে। ঘটনাস্থলে চিকিৎসকদের একটি দলও রয়েছে যারা শ্রমিকদের শারীরিক এবং মানসিক অবস্থা যাতে সুস্থ থাকে সেই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন। ভারতীয় বায়ুসেনা আধুনিক প্রযুক্তির একটি ড্রিল মেশিন নিয়ে এসেছে। এরফলে উদ্ধারকাজ আরও দ্রুত হবেই মনে করছেন সকলে। তবে সাতদিন হয়ে যাওয়ার পরও কেন এত দেরি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।