আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে আয়োজিত অনূর্ধ্ব-১৬ বিসি রায় ট্রফির ফাইনালে ওড়িশাকে হারিয়ে চ্যাম্পিয়ন হল বাংলা। ম্যাচের ফলাফল ২-০। অপরাজিত তকমা নিয়ে চ্যাম্পিয়ন হল বাংলা। দলের ছ'জন ফুটবলার খড়দার 'বাংলা ফুটবল অ্যাকাডেমি' থেকে দলে সুযোগ পায়। এই তালিকায় ছিলেন অর্ণব রায়, সমীর সর্দার, ঠাকুরদাসা হাঁসদা, দেবজিৎ দত্ত, শুভদীপ সর্দার এবং রুদ্রনীল সাহা। এদের মধ্যে রুদ্রনীল ছাড়া বাকি পাঁচজন ফুটবলার প্রতি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন। নজর কাড়েন শুভদীপ সর্দার। টুর্নামেন্টে মোট চারটি গোল করেন। যার মধ্যে ফাইনালে দ্বিতীয় গোলটিও তাঁর। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বাংলা দলের ফুটবলার, কোচ এবং বাংলা ফুটবল অ্যাকাডেমির কোচ, কর্মকর্তা ও অ্যাকাডেমির সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানান।
