বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Paris Olympics: নাচে, গানে মজে গোটা প্যারিস, স্টাটে ডি ফ্রান্সে জমজমাট অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান

Kaushik Roy | ১২ আগস্ট ২০২৪ ০১ : ৪৮Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: জাঁকজমক ভাবে শেষ হল প্যারিস অলিম্পিক। এদিন প্যারিসের স্টাটে ডি ফ্রান্সে আয়োজন করা হয়েছিল সমাপ্তি অনুষ্ঠানের। প্রথাগত ভাবেই অন্যান্য অলিম্পিকের মত সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ফ্রান্সেও। অনুষ্ঠান শুরু হয় সঙ্গীত দিয়ে।




১৬ দিনের একের পর এক ইভেন্টের পর এদিন হাসিমুখে প্রত্যেক দেশের অ্যাথলিটরা প্রবেশ করেন স্টাটে ডি ফ্রান্সে। তার আগে মাঠে প্রবেশ করেন পতাকাবাহকরা। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন মানু ভাকের এবং পিআর শ্রীজেশ। স্টাটে ডি ফ্রান্সের ঠিক মাঝে পোডিয়াম তৈরি হয়েছিল প্ল্যানেসফিয়ারের আদলে। অ্যাথলিটরাও প্রত্যেকে দেশের পতাকা নিয়ে আসেন মাঠে।