আজকাল ওয়েবডেস্ক: ১৬ দিনের টানটান ইভেন্টের পর রবিবার জাঁকজমক সমাপ্তি অনুষ্ঠান দিয়ে শেষ হচ্ছে প্যারিস অলিম্পিক। একাধিক উত্থান পতন দিয়ে স্মরণীয় হয়ে রইল এবারের অলিম্পিক। পাঁচটি ব্রোঞ্জ এবং একটি রূপো নিয়ে এবারের অলিম্পিকে ৭১ তম স্থানে রয়েছে ভারত। দুর্ভাগ্যবশত এবারে সোনা এল না ভারতের পকেটে।





এদিন প্যারিসের স্টাটে ডি ফ্রান্সে অনুষ্ঠিত হবে সমাপ্তি অনুষ্ঠান। ভারতীয় সময় সোমবার রাত ১২.৩০ নাগাদ অনুষ্ঠিত হবে প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান। সমাপ্তি অনুষ্ঠানে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাশের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ মঞ্চে প্রবেশ করবেন। এরপর ম্যাক্রোঁ আনুষ্ঠানিকভাবে লস অ্যাঞ্জেলেসের প্রতিনিধির কাছে অলিম্পিক পতাকা হস্তান্তর করবেন।




২০২৮ সালে অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে লস অ্যাঞ্জেলেসে। জোড়া ব্রোঞ্জ পদক বিজয়ী মানু ভাকের এবং পুরুষ হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশ প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হবেন। সমাপ্তি অনুষ্ঠান লাইভ দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। লাইভ স্ট্রিম করা হবে জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে।