আজকাল ওয়েবডেস্ক: বাজ পড়ে বিপত্তি। পুরুলিয়ায় বজ্রাঘাতে মৃত্যু হল তিন মহিলার। আহত আরও দুইজন। তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে। সকলেই মাঠে কাজ করছিলেন বলে জানা গিয়েছে।
দুটো ভিন্ন জায়গায় বাজ পড়ে দুর্ঘটনাগুলো ঘটেছে। একটি পুরুলিয়া মফস্বল থানার ধুরাহি গ্রামে, অন্যটি দুমদুমি গ্রামে। জানা গিয়েছে, মাঠে চাষের কাজ করার সময় আচমকা বাজ পড়ে ঝলসে যান মহিলারা। ধুরাহি গ্রামের দুই মহিলাকে গুরুতর আহত অবস্থায় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
দুমদুমি গ্রাম থেকেও তিনজন মহিলাকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যার মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। মৃতেরা হলেন, ভাগ্যবতী মাহাতো (৫৫), ছবি রাজোয়ার (৪৫) এবং রুকসানা খাতুন (২৫)। তিনটি ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।
দুটো ভিন্ন জায়গায় বাজ পড়ে দুর্ঘটনাগুলো ঘটেছে। একটি পুরুলিয়া মফস্বল থানার ধুরাহি গ্রামে, অন্যটি দুমদুমি গ্রামে। জানা গিয়েছে, মাঠে চাষের কাজ করার সময় আচমকা বাজ পড়ে ঝলসে যান মহিলারা। ধুরাহি গ্রামের দুই মহিলাকে গুরুতর আহত অবস্থায় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
দুমদুমি গ্রাম থেকেও তিনজন মহিলাকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যার মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। মৃতেরা হলেন, ভাগ্যবতী মাহাতো (৫৫), ছবি রাজোয়ার (৪৫) এবং রুকসানা খাতুন (২৫)। তিনটি ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।
