আজকাল ওয়েবডেস্ক:‌ প্যারিস অলিম্পিকে জ্যাভলিনে সোনা জিতে রীতিমতো কোটিপতি হওয়ার দিকে এগোচ্ছেন পাকিস্তানের আরশাদ নাদিম। একটা সময় জ্যাভলিন কেনার টাকাও ছিল না তাঁর কাছে, সেই নাদিম সোনা জিতে গোটা পরিস্থিতিই বদলে দিলেন।


সূত্রের খবর, ইতিমধ্যেই পাকিস্তানের একাধিক মন্ত্রক থেকে নাদিমকে আর্থিকভাবে পুরস্কৃত করার কথা ঘোষণা করা হয়েছে। এখনও অবধি যা জানা গেছে, নাদিম পেতে চলেছেন পাকিস্তানি টাকায় ১৫০ মিলিয়ন ডলার। ভারতীয় টাকায় যা প্রায় সাড়ে চার কোটি টাকা। তার মধ্যে পাক ক্রীড়ামন্ত্রক দিতে চলেছে ১০০ মিলিয়ন ডলার। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর দেবেন ২ মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার। এছাড়া সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী দেবেন আরও ৫০ মিলিয়ন ডলার। এছাড়াও আরও অনেকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করবেন নাদিমকে।


এদিকে, অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানের আগেই নাদিমকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার হিড়িক উঠেছে। দেশের মানুষ নায়ককে বরণ করতে চায়। বিমানবন্দর থেকেই হুডখোলা বাসে করে তাঁকে ঘোরানো হবে। নানা বাণিজ্যিক সংস্থা ইতিমধ্যেই নাদিমের পিছনে ছুটতে শুরু করেছে তাঁর সঙ্গে চুক্তি করার জন্য। 


প্রসঙ্গত, নীরজকে টপকে রেকর্ড ৯২.‌৯৭ মিটার ছুঁড়ে জ্যাভলিনে সোনা জেতেন নাদিম। তারপর থেকেই তাঁকে নিয়ে উচ্ছ্বাসে ভাসছে দেশবাসী।