শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ আগস্ট ২০২৪ ১০ : ২৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: জোড়া সোনা জিতে ইতিহাসের পাতায় নাম লেখাতে পারলেন না নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিকে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল টোকিওর সোনাজয়ীকে। অলিম্পিক রেকর্ড করে সোনা ছিনিয়ে নেন আরশাদ নাদিম। তারপরও ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে পরপর দুটো অলিম্পিকে পদক জেতার রেকর্ড করলেন নীরজ। দ্বিতীয় থ্রোয়ে বিশাল ৯২.৯৭ মিটার বর্শা ছোড়েন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার। যা কোনওভাবেই ছোঁয়া সম্ভব ছিল না নীরজ এবং বাকি প্রতিযোগীদের পক্ষে। ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার এখনও পর্যন্ত কোনওদিন ৯০ মিটারের গণ্ডি পেরোতে পারেননি। সুতরাং দ্বিতীয় থ্রোতেই সোনা নিশ্চিত করে ফেলেন আরশাদ। যার ফলে চাপে পড়ে যান নীরজ। ছ'টির মধ্যে তাঁর পাঁচটি থ্রো বাতিল হয়ে যায়। মাত্র একবার সফল প্রচেষ্টা। দ্বিতীয় রাউন্ডে ৮৯.৪৫ মিটার ছোড়েন নীরজ। যা তাঁকে রুপো এনে দেয়। সোনা হাতছাড়া হওয়ার পর নীরজ জানান, এদিন ভগবানের আশীর্বাদ আরশাদের ওপর বেশি ছিল।
একটি সাক্ষাৎকারে নীরজ বলেন, 'ও দারুণ থ্রো করেছে। খেলাধুলার ক্ষেত্রে কখনও দিনটা তোমার হয়, কখনও বাকিদের। হয়তো এদিন ভগবানের আশীর্বাদ ওর ওপর বেশি ছিল। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমি নিজের থ্রোয়ে খুশি।' কোয়ালিফায়ারের দূরত্ব টপকে মরশুমের সেরা থ্রো করেন নীরজ। কিন্তু সেটা সোনা জেতার জন্য যথেষ্ট ছিল না। পদক জিতে সন্তুষ্ট। পরের বার আবার সোনার লক্ষ্য নামবেন নীরজ। তবে আপাতত দেশে ফিরে বাড়ির রান্না উপভোগ করতে চান। নীরজ বলেন, 'আমি দীর্ঘ বছর ধরে খেলাধুলার সঙ্গে জড়িত থাকায়, আলাদা করে কোনও কিছু খাওয়ার ইচ্ছে করে না। তবে আমি যেহেতু বাড়ি ফিরব, বাড়ির রান্না খাওয়ার সুযোগ পাব। এখানে সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। দেশের হয়ে পদক জেতায় আমি খুশি। যা আমি করতে পারিনি, পরের বার করার চেষ্টা করব।'
টোকিও অলিম্পিকে স্টেডিয়াম মূলত ফাঁকা থাকত। কিন্তু প্যারিসে সমর্থন উপভোগ করেন নীরজ। এই প্রসঙ্গে বলেন, 'আমি ব্যক্তিগতভাবে ভরা স্টেডিয়ামে নামতে পছন্দ করি। টোকিওতে স্টেডিয়ামগুলো ফাঁকা থাকত। কিন্তু এখানে লোকজন ছিল। আমি সমর্থকদের চাপ উপভোগ করি । ওরাই আমার সেরাটা বের করে নেয়। ফাইনালে নিজের প্রতি বিশ্বাস ছিল। তবে হয়তো এবার আমার ভাগ্যে রুপো ছিল।' ভারতীয়দের মধ্যে একমাত্র সুশীল কুমার এবং পিভি সিন্ধু পরপর দুই অলিম্পিকে পদক পেয়েছেন। এবার সেই তালিকায় নাম তুললেন নীরজ।
#Neeraj Chopra#Javelin#Paris Olympics
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কোহলির ঘাড়ে চোট, নিতে হয়েছে ইঞ্জেকশন! রঞ্জিতে অনিশ্চিত, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাড়ালেন চিন্তা...
তারকাদের আলাদা হোটেলে থাকার অনুমতি নিয়ে প্রশ্ন, নিয়ম না মানলে বাদ পড়তে হবে আইপিএল থেকে...
বিজয় হাজারেতে না খেলার কোপ পড়তে পারে তারকা ক্রিকেটারের ওপর...
খেলরত্ন পুরস্কার পেলেন মনু ভাকের, হরমনপ্রীত সিংরা, রাষ্ট্রপতি ভবনে চাঁদের হাট...
চোট পাচ্ছেন একের পর এক পেসার, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তুমুল চাপে প্রোটিয়ারা...
লন্ডনে সারছেন রিহ্যাব, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক ওপেনারকে পাওয়ার বিষয়ে আশাবাদী পিসিবি ...
মিটল সমস্যা, ভিসা পেলেন পাকিস্তান বংশোদ্ভূত ইংল্যান্ডের তারকা...
ইংল্যান্ড সফরের আগে চূড়ান্ত প্রস্তুতি, সিরিজে নামার আগে এই দলের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে ভারত...
বিচ্ছেদ জল্পনা চহাল-ধনশ্রীর! কত টাকা খোরপোশ দিতে হবে তারকা ক্রিকেটারকে? ...
আকাশছোঁয়া গড়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নির্বাচকদের সমস্যায় ফেলে দিলেন উপেক্ষিত তারকা ...
রেফারির দাক্ষিণ্যে ম্যাচ জিতছে মোহনবাগান! অভিযোগে অসন্তুষ্ট কামিন্স...
তাঁকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়েছিল, কিন্তু শেষমেশ বাদ পড়তে হল, কেন? ...
পাকিস্তানে জলের দরে বিক্রি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট, জেনে নিন তাঁর মূল্য ...
ইন্ডিয়া ওপেনে 'লক্ষ্য'চ্যুত প্রণয়-প্রিয়াংশুরা, আশা জাগালেন অনুপমা ...
গম্ভীরকে নিয়োগের প্রক্রিয়া ভুল! রোহিত-কোহলির ওপর অবসরের সিদ্ধান্ত ছেড়ে দেওয়া উচিত, জানালেন কিরমানি...