আজকাল ওয়েবডেস্ক: রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই। টানা নবার অপরিবর্তিত রাখা হল এই রেপো রেট। আগের মতই রেপো রেট থাকল ৬.৫ শতাংশ। বৃহস্পতিবার মনিটারি পলিসি কমিটি-র বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস।


এদিন শক্তিকান্ত দাস বলেন, কেন্দ্রীয় সরকার মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশ কমিয়ে আনার জন্য যে পদক্ষেপ করছে এই সিদ্ধান্ত তারই এক অংশ। মুদ্রাস্ফীতি এবং বৃদ্ধির হার বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে খাদ্যপণ্যেরর দামবৃদ্ধি করতে আরও কিছু পদক্ষেপ গ্রহন করা দরকার বলে জানিয়েছেন শক্তিকান্ত দাস। তিনি বলেন, ভারতে বিদেশি মুদ্রার সঞ্চয় ২ আগস্ট ৬৭ হাজার ৫০০ কোটি ডলারে গিয়েছে। এটি একটি সর্বকালীন নজির।


তবে রেপো রেট অপরিবর্তিত থাকার ফলে ঋণের ক্ষেত্রে যা আগের পরিস্থিতি ছিল তাই থাকছে। ইএমআই এক থাকার ফলে বাড়তি বোঝা চাপছে না মধ্যবিত্তের মাথায়।