আজকাল ওয়েবডেস্ক: সংসদের বাইরে বিক্ষোভ দেখাল বিরোধী শিবির। যেভাবে বাজারে সব্জির দাম বাড়ছে তা অবিলম্বে নিয়ন্ত্রণ করা হোক। এই দাবিতে এদিন বিক্ষোভ দেখাল বিরোধী শিবির। এদিন প্রতিটি বিরোধী সাংসদের গলায় ছিল পেঁয়াজের মালা। অভিনব এই বিক্ষোভ দেখা যায় সংসদ ভবনের বাইরে।


কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে আরজেডি সাংসদ মনোজ ঝা বলেন, এমএসপি নিয়ে বাজেটে কোনও আশার কথা বলেলনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজারে গিয়ে যে দামের ছ্যাঁকা লাগছে তা সাধারণ মানুষের পরিস্থিতি দুর্বিসহ করে দিয়েছে। তবে বিষয়টি নিয়ে একেবারে হেলদোল নেই বিজেপি সরকারের।


শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, এমএসপি নিয়ে দেশের সমস্ত কৃষকরা কেন্দ্রের মুখের দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু তাঁদের কথা না ভেবে সরকার বিপরীত দিকে চলছে। যেভাবে সব্জির উপর কর বসেছে তা দেখে কৃষকদের পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এদিনের বিক্ষোভে সামিল ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরাও। তারা বলেন, দেশে যে অরাজকতার সরকার চলছে। তাতে সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। অবিলম্বে বাজারদর নিয়ন্ত্রণ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।