আজকাল ওয়েবডেস্ক : ইন্দোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এক পড়ুয়া। তার কোচিং ক্লাসের শিক্ষিকা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিল। এরপরই আত্মহত্যা করে ওই পড়ুয়া।


মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। যদিও ওই পড়ুয়ার পরিবারের অভিযোগ তাদের ছেলেকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করছিল ওই মহিলা। পুলিশ জানিয়েছে নিজের ঘরে আত্মহত্যা করে ওই পড়ুয়া। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিল এক মহিলা। ওই পড়ুয়া তার কোচিং সেন্টারে পড়তেন। কেন এই ঘটনা হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।


অন্যদিকে ওই পড়ুয়ার বাবার অভিযোগ বহুদিন ধরে তাদের ছেলেকে ব্ল্যাকমেল করছিল ওই মহিলা। এর ফলে মানসিক অসুস্থ হয়ে পড়ে তাদের ছেলে। অন্যায় করে তাদের ছেলের নামে মিথ্যা অভিযোগ করেছেন ওই মহিলা। এর জেরেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তাদের ছেলে। মহিলার বিরুদ্ধে এবার পাল্টা অভিযোগ করেছে পড়ুয়ার পরিবারের সদস্য। শুরু হয়েছে তদন্ত।