সোমবার ০২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৭ আগস্ট ২০২৪ ১৫ : ৫৫Rajat Bose
মিল্টন সেন, হুগলি: মধ্যযুগীয় বর্বরতা। স্থাবর–সম্পত্তির লোভে যুবতীর গায়ে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ! অভিযুক্ত বাবা এবং ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, কোন্নগরের শরৎচন্দ্র চ্যাটার্জি লেনের বাসিন্দা প্রণব কুমার আদকের মেয়ে ঐশ্বর্য আদক (২৫)। অভিযোগ গত ২ আগস্ট সন্ধেয় যুবতীর গায়ে গরম জল ঢেলে দেয় তারই নিজের পিসতুতো ভাই। গরম জলে শরীর মুখ ঝলসে যায়। ঘটনায় মদত দেয় যুবতীর পিসি ও পিসেমশাই।
প্রণব বাবুর অভিযোগ, তাঁকে এবং তাঁর মেয়েকে ওই বাড়ি থেকে উৎখাত করতে নানারকম অভিসন্ধি করছে তাঁর বোন এবং ভগ্নীপতি। ঘটনার দিন তিনি কাজে গিয়েছিলেন। বাড়ি ফিরতে রাত নটা বেজে যায়। বাড়ি ফিরে তিনি মেয়ের কাছে জানতে পারেন ওই বর্বরতার কথা। মেয়ে তাঁকে জানায়, রীতিমতো গরম জল ঢালা হয়েছে তাঁর গায়ে। তারপর তাঁর পিসি নাকি আবার ক্ষতস্থানে বোরোলিন লাগিয়ে দিয়েছে। অভিযোগ, ঘটনার পর তাঁর পিসেমশাই নাকি তাঁকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যায়। এমন আচরণ করছিল, যেন কিছুই হয়নি। প্রণব বাবুর অভিযোগ, তিনি সেদিন মেয়েকে দেখে স্তম্ভিত হয়ে যান। প্রসঙ্গত, ঐশ্বর্যর মানসিক কিছু সমস্যা রয়েছে। তাঁর উপর এমন পাশবিক অত্যাচার, বিচার চেয়ে প্রশাসনের দারস্থ হয়েছেন প্রণব বাবু।
যুবতী বর্তমানে কোন্নগরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। প্রণব আদকের অভিযোগ, তাঁর বাবা পান্নালাল আদকের মৃত্যুর আগে তাঁর বোন ভগ্নীপতি জোর করে তাদের বাড়ি নিজেদের নামে লিখিয়ে নেয়। উত্তরপাড়ায় নিজের বাড়ি থাকলেও গত পাঁচ বছর তাঁরা এই বাড়িতেই থাকেন। গত মে মাসে স্ত্রীর মৃত্যু হয়। তারপর থেকে ঐশ্বর্য একা হয়ে যায়। তিনি বেসরকারী সংস্থায় কর্মরত। মেয়েকে বাড়িতে রেখে তাঁকে কাজে যেতে হয়। আর সেই সুযোগে তার উপর চলে নানান অত্যাচার। এর আগে একবার মাথায় জল ভর্তি পিতলের বালতি ছাদ থেকে ফেলে দিয়েছিল ভাগ্নে। সেটা তিনি দেখে ফেলেছিলেন। কিন্তু সেটা দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল। প্রণব বাবুর আক্ষেপ অবলা মেয়েটার উপর নানাভাবে নির্যাতন চলছে। অভিযোগের ভিত্তিতে উত্তরপাড়া থানার পুলিশ অভিযুক্ত দীপঙ্কর মৈত্র ও তাঁর নাবালক ছেলেকে গ্রেপ্তার করেছে। বুধবার ধৃত দীপঙ্কর মৈত্রকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। তার নাবালক ছেলেকে জুভেনাইল আদালতে পেশ করা হবে। এই প্রসঙ্গে কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেছেন, ‘সম্পত্তির জন্য মানুষ যে এত নির্মম হতে পারে তা দেখে খারাপ লাগছে। ঘটনা যদি সত্যি হয় পুলিশ তার ব্যবস্থা নেবে। অভিযুক্তদের পক্ষে কেউ থাকবে না।’ পুলিশ সূত্রে জানানো হয়েছে, সম্পত্তি নিয়ে ভাইবোনের মধ্যে অনেক দিনের অশান্তি। অভিযোগ পাওয়ার পর দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
##Aajkaalonline ##Hooghlyincident##Twoarrest
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কোঅপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে জয়ী তৃণমূল, তিন দশক পর বৈদ্যবাটিতে উড়ল সবুজ আবির...
জলপাইগুড়িতে আবাস যোজনার প্রাপকের তালিকায় বিজেপির নেত্রীর পরিবারের ৬ জন, কটাক্ষ তৃণমূলের...
'গভীর চক্রান্ত কাজ করছে', বাজারে আলুর দাম বৃদ্ধি নিয়ে বিস্ফোরক বেচারাম মান্না...
সম্প্রীতির ছবি নানুরে, চাঁদা তুলে হিন্দু যুবকের সৎকারের ব্যবস্থা করল গ্রামের মুসলিম সম্প্রদায়...
কমলা উৎসব এবার অনুষ্ঠিত হবে কালিম্পং জেলায়, চলছে জোর প্রস্তুতি ...
ফের ধাক্কা মধ্যবিত্তের! ধর্মঘটে ব্যবসায়ীরা, বাজারে অমিল হবে আলু? আতঙ্ক...
প্রায় এক সপ্তাহ নিখোঁজ স্বামী, কোলে সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে খোঁজ চালাচ্ছেন অসহায় গৃহবধূ ...
জাল লটারির টিকিট দেখিয়ে পুরস্কার, বিক্রেতার তৎপরতায় ধরা পড়ল চালাকি...
বিস্তীর্ণ এলাকায় রমরমিয়ে গাঁজার চাষ, পুলিশি অভিযানে নষ্ট হল কয়েক লক্ষ টাকার গাঁজা ...
চিকিৎসকদের সুবিধায় হেল্পলাইন নম্বর চালু অভিষেকের, জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারে মেগা স্বাস্থ্য শিবির ...
দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শুরু লোকসংস্কৃতি উৎসব...
হুগলি জেলায় শুরু 'বাংলা মোদের গর্ব', অংশ নিচ্ছেন শতাধিক লোকশিল্পী...
নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা, দুমড়ে মুচড়ে গেল শিশুভর্তি ভ্যান, মর্মান্তিক ঘটনা হাওড়ায়...
আগ্রা থেকে বাংলায় এসে নাবালক শ্যালককে অপহরণ, গ্রেপ্তার জামাইবাবু...
মার্কেটের বাইরে ব্যবসা করলেই আইনানুগ ব্যবস্থা, দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ জলপাইগুড়ি পুরসভার...