আজকাল ওয়েবডেস্ক: দেশ ছেড়েছেন শেখ হাসিনা। কিন্তু তারপরেও অশান্তি থামেনি। সোমবার রাতভর বাংলাদেশ জুড়ে ধরা পড়েছে অশান্তির ছবি। সরকারি ভবনে আগুন জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে একাধিক জায়গায় গণহত্যা চলেছে। যশোরে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে ১৪ জনকে। মঙ্গলবার সকালে রাজশাহীর নগর ভবন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। কর্মীরা কাজে আসলেও ভেতরে গিয়ে কাজ করার মত অবস্থা নেই।





সোমবার সন্ধ্যা নাগাদ সিটি কর্পোরেশন ভবনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ঢাকা সহ একাধিক জেলায় রাতভর চলেছে গুলি, চলেছে সংঘর্ষ। শুধু সোমবারেই সারাদিনে ১৩৫ জনের মৃত্যু হয়েছে। যশোরে আওয়ামী লিগের নেতা শাহিন চাকলাদারের হোটেলে নয়জনকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার বাড়িতে।




অন্যদিকে, এনায়েতপুর থানার ১৪ পুলিশকর্মীকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। সূত্রের খবর, আত্মসমপর্ণ করতে চেয়েছিলেন পুলিশকর্মীরা। তাঁদের আর্জিতে সাড়া না দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে ১৪ পুলিশ কর্মীকে।