আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে শেখ হাসিনা। তিনি দেশ ছাড়ার পরেই জেলবন্দি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট মহম্মদ সাহাবউদ্দিন। পাশাপাশি সমস্ত বন্দি আন্দোলনকারীদের মুক্তির নির্দেশ দিয়েছেন তিনি। আজ জেলে বসেই দেশবাসীকে সংযত থাকার বার্তা দিয়েছেন খালেদা জিয়া।

প্রসঙ্গত, ২০১৮ সালে দুর্নীতি সহ একাধিক অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ চালানো হবে। সরকার গঠনের জন্য আওয়ামি লিগ সংগঠনকে আলোচনায় ডাকা হবে না। সরকার গঠনের আলোচনায় বিএনপি, জামাত শিবির যুক্ত থাকবে। জেল থেকে মুক্তির পর সরকার গঠনে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কী ভূমিকা থাকবে, তার দিকেই নজর রাজনৈতিক মহলের।

প্রসঙ্গত, রাজনৈতিক এই অস্থিরতার মধ্যে বাংলাদেশে সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। সেনার নির্দেশে মঙ্গলবার কারফিউ উঠে যাওয়ার পর বাংলাদেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা খোলা থাকবে।