আজকাল ওয়েবডেস্ক:‌ ২৭ বছরে যা হয়নি। তা হতে চলেছে এবার। তিন ম্যাচের একদিনের সিরিজে শ্রীলঙ্কা আপাতত ১–০ এগিয়ে। একটি ম্যাচ টাই হয়েছে। শেষ ম্যাচ ভারত জিতলে সিরিজ শেষ হবে ১–১ অবস্থায়। অর্থাৎ কোনওভাবেই ভারতের সিরিজ জেতার সম্ভাবনা নেই। কিন্তু শ্রীলঙ্কার সামনে রয়েছে বুধবার সিরিজ জয়ের সুযোগ।



১৯৯৭ সাল থেকে এখনও অবধি ভারত–শ্রীলঙ্কা ১১ বার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে। প্রতিবারই জিতেছে ভারত। কিন্তু এবারই তা হচ্ছে না। আর ২০০৬ সালে বৃষ্টিতে দুই দলের তিনটি ম্যাচই ভেস্তে যায়। এছাড়া প্রতিবার ভারত জিতেছে।


রবিবার শ্রীলঙ্কার ২৪০ রান তাড়া করতে গিয়ে ভারত ২০৮ রানে শেষ হয়ে যায়। শ্রীলঙ্কা জেতে ৩২ রানে। প্রথম ম্যাচেও রান তাড়া করতে নেমে মিডল অর্ডারের ব্যর্থতায় জয় আসেনি। টাই হয় ম্যাচ। দ্বিতীয় ম্যাচেও তাই। ভাল শুরু করেও হার। মোদ্দা কথা, মিডল অর্ডারে শ্রীলঙ্কার স্পিনারদের সামলাতে না পেরেই এই অবস্থা। যদিও টি২০ সিরিজ ভারত জিতে নিয়েছে ৩–০ ব্যবধানে। কিন্তু একদিনের সিরিজে হার বাঁচানোই এখন লক্ষ্য রোহিত শর্মাদের। এটা ঘটনা, রোহিত নিজে রান পেলেও রানের মধ্যে নেই বিরাট। যা চিন্তার। হেড কোচ গম্ভীরেও যাত্রাটাও মধুর হল না।