বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Tripura: ত্রিপুরার ধলাই জেলার গন্ডাছড়ায় সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।

দেশ | Tripura: হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, ১৪৫ টি পরিবারকে বড় অঙ্কের ক্ষতিপূরণ ঘোষণা

Riya Patra | ০৪ আগস্ট ২০২৪ ২১ : ৫১Riya Patra


নিতাই দে, আগরতলা: ত্রিপুরার ধলাই জেলার গন্ডাছড়ায় সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাঁর সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক নন্দিতা রিয়াং, রাজ্য সরকারের মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন, ধলাইয়ের জেলাশাসক-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা।  হিংসায় ক্ষতিগ্রস্ত ১৪৫ টি পরিবারের জন্য পূর্বে বরাদ্দকৃত ১ কোটি ১৪ লক্ষ ৮০ হাজার টাকার সহায়তার পাশাপাশি আরও ২ কোটি ৩০ লক্ষ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে মোট ৩ কোটি ৪৫ লক্ষ ২০ হাজার টাকার সহায়তা দেওয়া হবে। এ ঘটনায় যাঁদের ঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম ১০১টি পরিবারকে ইতিমধ্যে ৯৫ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। এখন পরিবার পিছু আরও ২.০৫ লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানানো হল।

 গুরুতর ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পূর্বে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে। এখন তাদের পরিবার পিছু আরো এক লক্ষ টাকা করে দেওয়া হবে। তাছাড়া অন্যান্য ক্ষতিগ্রস্ত যেসব পরিবারগুলিকে যথাক্রমে ২৫ হাজার, ২০ হাজার, ১৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছিল তাদেরকেও পুনরায় সমপরিমাণে আর্থিক সহায়তা দেওয়া হবে।

 এদিন গন্ডাতুই্সা পরিদর্শন কালে মুখ্যমন্ত্রী প্রথমে হিংসার ঘটনায় নিহত পরমেশ্বর রিয়াং এর বাড়িতে যান । সেখানে মৃতের পরিবার সঙ্গে আলোচনা করেন। তারপর মুখ্যমন্ত্রী এই মহকুমার ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন। যান ত্রাণশিবিরেও। শরণার্থীদের সঙ্গে কথা বলেন, ছাত্র-ছাত্রীদের হাতে পঠন সামগ্রী তুলে দেন। 



ঘটনাস্থল পরিদর্শন পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, মৃত পরমেশ্বর রিয়াং-এর পরিবার ও ক্ষতিগ্রস্ত ১৪৫ টি পরিবারের জন্য আর্থিক সহায়তা সহ গন্ডাতুইসা মহকুমায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের আর্থিক বরাদ্দের ঘোষণা দেন। সঙ্গেই বলেন, 'শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এই এলাকায় জাতি জনজাতিদের মধ্যে সোভ্রাতৃত্বের বন্ধন ছিন্নকরার উদ্দেশ্যে যারা এই চক্রান্ত করেছিলেন তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামীদিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং এলাকায় শান্তি ও ঐক্য বজায় রাখতে প্রশাসনের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।' নিরাপত্তার কথা বিবেচনা করে আরও দুটি নতুন স্থায়ী নিরাপত্তা শিবির স্থাপন করা হবে বলেও জানান এদিন।


#Tripura# CM Tripura# Manik Saha#



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সরগরম রাজধানী, দিল্লি ভোটের আগে কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর ...

ডাকাতির টাকায় বান্ধবীর জন্য কলকাতায় ৩ কোটির বাড়ি, অবশেষে পুলিশের জালে অভিযুক্ত ...

দিল্লি বিধানসভা ভোট ২০২৫: ঝাড়ু-পদ্ম-হাত শিবিরের জোর টক্কর, গেম-চেঞ্জার হতে পারে কোন বিষয়গুলি?...

কাল থেকে দিল্লির ভোট, বাজল যুদ্ধের দামামা

ভারতরত্নের সঙ্গে কলকাতার একটি যোগ রয়েছে, আপনি কী জানেন ...

লিখিত পরীক্ষা ছাড়াই NTPC-তে চাকরির সুবর্ণ সুযোগ, বেতন ১ লাখ ৪০ হাজার টাকা...

দুই মদ্যপের বিবাদ, বন্ধুর গলার নলি কেটে খুন করল যুবক, গ্রেপ্তার ২ ...

ফের রক্তাক্ত উপত্যকা, বাড়িতে ঢুকে প্রাক্তন সেনাকর্মীকে হত্যা করল জঙ্গিরা...

অতি লোভের মাসুল, হোয়াটসঅ্যাপ মেসেজে প্রতারণা! গায়েব ৫১ লাখের-ও বেশি...

আরও স্বস্তি মধ্যবিত্তের! এবার কমতে পারে সুদের হার, বড় ঘোষণার সম্ভাবনা কবে? ...

কাজে অনীহা? 'ফক্সডাক্টিভিটি' হয়নি তো? মারণ রোগ বাসা বাঁধছে শরীরে!...

এসি চালিয়ে বেমালুম ঘুরছেন! গাড়ির কতো পেট্রোল পোড়ে জানেন! শুনলে মাথায় হাত পড়বে আপনার! ...

৪০ হাজার টাকা ঋণ নিয়ে শ্যালিকাকে খুন ও গণধর্ষণ, কিন্তু শেষরক্ষা হল না, পুলিশের জালে জামাইবাবু...

বাজাটে বিহারকে ঢালাও 'উপহার', কেন? জবাবে আব্রাহাম লিঙ্কনের উদ্ধতি তুলে ধরলেন নির্মলা!...

চিপস, কোল্ড ড্রিঙ্কস, ওয়াইফাই, অ্যাপ ক্যাবে কী নেই! চালকের কীর্তিতে জোর চর্চা নেট দুনিয়ায় ...



সোশ্যাল মিডিয়া



08 24