নিজস্ব সংবাদদাতা: গানই তাঁদের মাঝে সেতু। বন্ধুত্ব দিবস তাই গানে গানেই উদ্ যাপন করলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন পরমব্রত।
অভিনেতার ভাগ করে নেওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে আবছা আলোয় গান গাইছেন পিয়া আর গিটার হাতে সুর মেলাচ্ছেন পরমব্রত। তাঁদের এই মিষ্টি মুহূর্তে ভালবাসা জানিয়েছেন নেটিজেনরা।
এর আগে পরমব্রতর জন্মদিন নিয়ে পিয়া বলেছিলেন, "পরম গান-বাজনা খুব ভালবাসে। তাই ওর জন্মদিন আমরা গান ছাড়া ভাবতেই পারি না। সবাই জানে, শুটিং এর ফাঁকে গান নিয়ে থাকতে ও কতটা ভালবাসে। আমরা দু’জনও পরস্পরের সঙ্গে গান নিয়ে সময় কাটাই। আমাদের জীবনের একটা বড় অঙ্গ গান। যখনই আমরা কাজের মাঝে সময় পাই, একসঙ্গে গানবাজনা করি।"
গান তাঁদের জীবন জুড়ে রয়েছে তাই গানের সঙ্গে জড়িয়ে আছে এমনই একটি উপহার জন্মদিনে পরমব্রতকে দিয়েছিলেন পিয়া। পছন্দের ব্র্যান্ডের একটি ইয়ারপড স্ত্রীর থেকে জন্মদিনের উপহার হিসেবে পেয়ে দারুণ খুশি হয়েছিলেন পরমও। যেকোনও বিশেষ দিনেই যে গান এই জুটির সঙ্গী, এবারও তা প্রকাশ পেল।
অভিনেতার ভাগ করে নেওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে আবছা আলোয় গান গাইছেন পিয়া আর গিটার হাতে সুর মেলাচ্ছেন পরমব্রত। তাঁদের এই মিষ্টি মুহূর্তে ভালবাসা জানিয়েছেন নেটিজেনরা।
এর আগে পরমব্রতর জন্মদিন নিয়ে পিয়া বলেছিলেন, "পরম গান-বাজনা খুব ভালবাসে। তাই ওর জন্মদিন আমরা গান ছাড়া ভাবতেই পারি না। সবাই জানে, শুটিং এর ফাঁকে গান নিয়ে থাকতে ও কতটা ভালবাসে। আমরা দু’জনও পরস্পরের সঙ্গে গান নিয়ে সময় কাটাই। আমাদের জীবনের একটা বড় অঙ্গ গান। যখনই আমরা কাজের মাঝে সময় পাই, একসঙ্গে গানবাজনা করি।"
গান তাঁদের জীবন জুড়ে রয়েছে তাই গানের সঙ্গে জড়িয়ে আছে এমনই একটি উপহার জন্মদিনে পরমব্রতকে দিয়েছিলেন পিয়া। পছন্দের ব্র্যান্ডের একটি ইয়ারপড স্ত্রীর থেকে জন্মদিনের উপহার হিসেবে পেয়ে দারুণ খুশি হয়েছিলেন পরমও। যেকোনও বিশেষ দিনেই যে গান এই জুটির সঙ্গী, এবারও তা প্রকাশ পেল।
