আজকাল ওয়েবডেস্ক: একটানা ভারি বৃষ্টিতে জলমগ্ন বাংলার একাধিক জেলা। শহর থেকে মফস্বল, গ্রাম চিত্র একই। কোথাও রাস্তাঘাটে গোড়ালি সমান জল, কোথাও বা বাড়ির একতলা জলমগ্ন। জল-যন্ত্রণা আরও কিছুদিন ভোগাবে। কারণ, আগামী সাতদিন উত্তর থেকে দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বেশি বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলায়। সোমবার কোনও সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। সব জেলাতেই কমবে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবার ফের ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবারেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারি থেকে অতি ভারি বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। ভোগান্তি জারি থাকবে বুধবার পর্যন্ত। এই পরিস্থিতিতে নদীর জলস্তর বৃদ্ধি, ধস, নিচু এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বেশি বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলায়। সোমবার কোনও সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। সব জেলাতেই কমবে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবার ফের ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবারেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারি থেকে অতি ভারি বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। ভোগান্তি জারি থাকবে বুধবার পর্যন্ত। এই পরিস্থিতিতে নদীর জলস্তর বৃদ্ধি, ধস, নিচু এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।
