আজকাল ওয়েবডেস্ক: প্যারিসে দিনটা ভাল যাচ্ছে না ভারতীয় অ্যাথলিটদের। মানু ভাকের চতুর্থ স্থানে শেষ করার পর তিরন্দাজিতে শেষ আট থেকে ছিটকে গেলেন দীপিকা কুমারী। জঘন্য পারফরম্যান্স। শনিবার ব্যক্তিগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার নাম সুহিয়নের কাছে হেরে যান ভারতীয় তিরন্দাজ। শুরুটা ভাল করেও শেষপর্যন্ত ধরে রাখতে পারলেন না। তৃতীয় সেটের শেষে ৪-২ এ এগিয়ে ছিলেন দীপিকা। কিন্তু তারপরই এলোপাথাড়ি তীর ছুড়তে শুরু করেন ভারতীয় তিরন্দাজ। বাকি দুটো সেট প্রতিপক্ষের হাতে তুলে দেন। 
প্রথম সেট জয় দিতে শুরু করেছিলেন দীপিকা। মনে হয়েছিল শেষ চার নিশ্চিত। কিন্তু নিজের দোষেই বিদায় নিলেন। এত অভিজ্ঞতা সত্ত্বেও কীভাবে অলিম্পিকের মঞ্চে এত খারাপ পারফরম্যান্স করলেন দীপিকা তার কোনও ব্যাখ্যা নেই। হওয়ার গতিবেগকে ঢাল করে আর কতদিন নিজেদের পিঠ বাঁচিয়ে চলবেন ভারতের তিরন্দাজরা? ২০১০ কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন দীপিকা। বিশ্বকাপেও সোনা পান। বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া রূপো জেতেন। কিন্তু অলিম্পিকে পদক অধিরাই থাকল। দীপিকার বয়স এখন ৩০। চার বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ভারতীয় তিরন্দাজকে নাও দেখা যেতে পারে।
প্রথম সেট জয় দিতে শুরু করেছিলেন দীপিকা। মনে হয়েছিল শেষ চার নিশ্চিত। কিন্তু নিজের দোষেই বিদায় নিলেন। এত অভিজ্ঞতা সত্ত্বেও কীভাবে অলিম্পিকের মঞ্চে এত খারাপ পারফরম্যান্স করলেন দীপিকা তার কোনও ব্যাখ্যা নেই। হওয়ার গতিবেগকে ঢাল করে আর কতদিন নিজেদের পিঠ বাঁচিয়ে চলবেন ভারতের তিরন্দাজরা? ২০১০ কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন দীপিকা। বিশ্বকাপেও সোনা পান। বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া রূপো জেতেন। কিন্তু অলিম্পিকে পদক অধিরাই থাকল। দীপিকার বয়স এখন ৩০। চার বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ভারতীয় তিরন্দাজকে নাও দেখা যেতে পারে।
