আজকাল ওয়েবডেস্ক: কেরালার ওয়েনাডে এখনও চলছে মৃত্যুমিছিল। টানা চলছে উদ্ধারকাজ। শনিবার পঞ্চমদিনে পা দিল উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ২১৫ টি দেহ উদ্ধার করা হয়েছে। তবে আরও দেহ রয়েছে বলেই দাবি করছেন উদ্ধারকারীরা। সেইসঙ্গে বাড়তি মাথাব্যাথা হয়েছে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা দেহের বিভিন্ন অংশগুলি। আরও ২০৬ জন মানুষ নিঁখোজ রয়েছেন বলেই খবর মিলেছে।

যেভাবে বিভিন্ন বাড়িগুলি ধসে পড়েছে সেখান থেকে দেহ উদ্ধার করাই প্রধান সমস্যা হিসাবে দেখা দিয়েছে। তবে এতে একেবারে ভেঙে পড়েননি উদ্ধারকারী দল। ধসের নিচে আরও দেহ থাকতে পারেই বলেই আশঙ্কা করছেন তারা। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন উদ্ধারকাজে আরও গতি নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। কিন্ত যেভাবে প্রকৃতি তার ধ্বংসলীলা চালিয়েছে তাতে সেখান থেকে সকলকে উদ্ধার করাই এখন বাড়তি চ্যালেঞ্জ।

ইতিমধ্যেই ১৪৮ জনের দেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। পিনারাই বিজয়ন আরও জানিয়েছেন শিক্ষামন্ত্রী বিভিন্ন স্কুলগুলিতে গিয়েছেন সেখানে গিয়ে তিনি রিপোর্ট দেবেন যাতে ফের দ্রুত পড়ুয়াদের ক্লাস শুরু করা যায়। ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে সেনা। তবে এত দ্রুত সমস্ত কাজ শেষ করা যাবে বলেই মনে করছেন সেখানকার মুখ্যমন্ত্রী। কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই রিলিফ ফান্ড ঘোষণা করা হয়েছে।