আজকাল ওয়েবডেস্ক: সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। ফের নির্বাচনের দামামা বাজাল ভারতের নির্বাচন কমিশন। জানা গিয়েছে আগামী সপ্তাহেই কমিশনের ফুল বেঞ্চ যাচ্ছে জম্মু-কাশ্মীরে। সেখানে গিয়ে তাঁরা নির্বাচনের প্রস্তুতি ঘুরে দেখবেন। জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট দ্রুত করানো হবে বলে আগেই জানিয়েছিল ভারতের নির্বাচন কমিশন। এবার সেইমত কাজ শুরু।

সুপ্রিম কোর্ট ইতিমধ্যে ৩০ সেপ্টেম্বরের ডেডলাইন বেঁধে দিয়েছে। তাই আর দেরি না করে কাশ্মীর সফরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে এই দল সেখানে গিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলবেন, পাশাপাশি ভোট করানোর জন্য প্রশাসনের কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। জানা গিয়েছে ১৫ আগস্টের পরই কাশ্মীরে ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হবে। গত বছরের শেষদিকে ৩৭০ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের রায়দানের পরই অন্য মাত্রা পেয়েছে এই ভোট। জম্মু-কাশ্মীরে প্রায় ৬ বছর ধরে কোনও সরকার নেই। এখানে শেষ বিধানসভা ভোট হয়েছিল ২০১৪ সালের ডিসেম্বর মাসে।

বর্তমানে সেখানে রাজ্যপাল শাসনকাজ চালাচ্ছেন। তবে আর বেশি দেরি করতে চায় না ভারতের নির্বাচন কমিশন। দ্রুত ভোট করিয়ে ভূস্বর্গে নতুন সরকার তৈরি করতে মরিয়া কমিশনের কর্তারা। লোকসভা ভোটে আশানুরুপ ফল করতে পারেনি বিজেপি। অন্যদিকে ফের নতুনরূপে ফিরে এসেছে হাত শিবির। তাই এবারের এই নির্বাচন এক অন্য মাত্রা পাবে তা বলাই বাহুল্য। একদিকে যেখানে বিজেপি এখানে গেরুয়া পকাতা ওড়াতে চাইবে। অন্যদিকে কংগ্রেস শিবির নিজেদের ক্ষমতা বৃদ্ধিতে ফের একবার নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বেন।