আজকাল ওয়েবডেস্ক: জয়নগরের শ্যুটআউট নিয়ে ব্যাপক চর্চার মাঝেই ফের খুন রাজ্যে। ফের প্রাণ গেল শাসকদলের নেতার। দিন কয়েক আগেই ভোরবেলা গুলি করে খুনের ঘটনা ঘটে জয়নগরে। এবার প্রাণ গেল আমডাঙায়। বৃহস্পতিবার সন্ধেয় এই ঘটনা ঘটে। ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে বৃহস্পতির সন্ধেয় ৩৪ নং জাতীয় সড়কের পাশে কামদেবপুর হাটে গিয়েছিলেন। সেখানেই ঘটে ঘটনা। আচমকা পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। তাঁকে তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। তবে ঠিক কী কারনে আচমকা এই হামলা তা এখনও স্পষ্ট জানা না গেলেও, পুলিশ সূত্রের খবর, এই খুনের আগেও রেকি করেছিল দুষ্কৃতিরা।