আজকাল ওয়েবডেস্ক:‌ বিশ্বকাপ দলে ছিলেন। দায়িত্বের সঙ্গে উইকেটরক্ষা করেছিলেন। কিন্তু টি২০ বিশ্বকাপে সুযোগ পাননি। তবে ভারত–শ্রীলঙ্কা সিরিজের প্রথম একদিনের ম্যাচে ফের প্রথম একাদশে ফিরলেন লোকেশ রাহুল। উইকেটকিপার হিসেবেই খেলছেন তিনি। টি২০ বিশ্বকাপে সব ম্যাচে উইকেটের পিছনে পন্থ থাকলেও তিনি এদিন প্রথম এগারোর বাইরে। 



এদিকে, বিশ্বকাপের পর ফের জাতীয় দলে প্রত্যাবর্তন শ্রেয়স আইয়ারের। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও তিনি এই সিরিজে সুযোগ পেয়েছিলেন। এবার প্রথম একাদশেও ঢুকলেন। আর একদিনের ক্রিকেটে জাতীয় দলে অভিষেক হল শিবম দুবের। 


ভারত দুই পেসার সিরাজ ও অর্শদীপ সিংকে খেলাচ্ছে। সঙ্গে তিন স্পিনার কুলদীপ, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। আর দুবে খেলছেন পেসার অলরাউন্ডার হিসেবে। অক্ষর স্পিনিং অলরাউন্ডার।